Advertisement
Advertisement
Chandannagar

আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবার জন্য নতুন উদ্যোগ, শুরু ‘সুস্থ চন্দননগর’

নতুন উদ্যোগ নিল কলকাতার বিখ্যাত কিডনি চিকিৎসা সংস্থা।

Nephro Care Launches ‘Shustho Chandannagar’ Initiative to Boost Public Health Awareness
Published by: Anwesha Adhikary
  • Posted:August 17, 2025 3:33 pm
  • Updated:August 17, 2025 3:45 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক মানের পরিষেবা প্রদানের জন্য নতুন উদ্যোগ নিল কলকাতার বিখ্যাত কিডনি চিকিৎসা সংস্থা নেফ্রো কেয়ার ইন্ডিয়া লিমিটেড। শনিবার থেকে শুরু হল ‘সুস্থ চন্দননগর’ নামে এই বিশেষ উদ্যোগ। চন্দননগরের মানুষের কাছে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সচেতনতা বাড়ানো এই উদ্যোগের মূল উদ্দেশ্য। মানকুণ্ডুর সুপ্রিম নলেজ ফাউন্ডেশন কলেজের অডিটোরিয়ামে পথ চলা শুরু করল ‘সুস্থ চন্দননগর’ উদ্যোগ।

Advertisement

মূলত তিন ধরনের পরিষেবা প্রদান করা হবে ‘সুস্থ চন্দননগর’ উদ্যোগের মাধ্যমে। প্রথমত, বিনামূল্যে ব্লাড প্রেশার, সুগার, অক্সিজেন ইত্যাদি পরীক্ষা করা হবে। দ্বিতীয়ত, সেমিনারের মাধ্যমে ডায়াবেটিস, হাইপার টেনশন এবং কিডনি সংক্রান্ত রোগের বিষয়ে আমজনতাকে সচেতন করা হবে। তৃতীয়ত, পুষ্টিবিদদের থেকে ডায়েট সংক্রান্ত টিপস দেওয়া হবে আমজনতাকে। পুষ্টিগুণ সম্পন্ন খাবার এবং পানীয় বিতরণও করা হবে এই উদ্যোগের মাধ্যমে।

চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী এবং উদ্যোগের মূল উদ্যোক্তা ডঃ প্রতিম সেনগুপ্তের উপস্থিতিতে শুরু হয় ‘সুস্থ চন্দননগর’। ডঃ প্রতিম সেনগুপ্তের মতে, আধুনিক চিকিৎসাব্যবস্থা অনুযায়ী, শরীরের নির্দিষ্ট একটি অংশের চিকিৎসা না করে গোটা দেহকে সুস্থ করে তোলা হয়। সেই তত্ত্বে ভর করেই শুরু হয়েছে ‘সুস্থ চন্দননগর’। এছাড়াও আমজনতার মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে ‘মুক্তি’ প্রকল্পও শুরু করা হয়েছে। এই উদ্যোগে চন্দননগর প্রশাসনও সহযোগিতা করবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ