Advertisement
Advertisement
Mamata Banerjee

কন্যাশ্রীতে নেটওয়ার্ক সমস্যা! অশান্ত নেপালের খবরে নজর রাখতে মাঝরাতে উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী

আজ জলপাইগুড়িতে একাধিক কর্মসূচি রয়েছে মমতার।

Network problem in Kanyashree, Mamata Banerjee moves from Kanyashree to Uttarkanya
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 10, 2025 10:30 am
  • Updated:September 10, 2025 11:04 am   

অভ্রবরণ চট্টোপাধ্যায়: উত্তরবঙ্গে পৌঁছে কন্যাশ্রীতেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মাঝরাতে চলে গেলেন উত্তরকন্যায়। জানা যাচ্ছে, কন্যাশ্রীতে নেটওয়ার্কের সমস্যা দেখা দিয়েছিল। ফলে নেপাল সংক্রান্ত খবরে নজর রাখতেই উত্তরকন্যায় চলে যান মমতা।

Advertisement

মঙ্গলবার তিনদিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধে ডুয়ার্সে চা শ্রমিকদের জমির পাট্টা বিলি-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। উত্তরবঙ্গ সফর শুরুর আগে হিংসা বিধ্বস্ত নেপাল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই দিনভর তাঁর নজরে ছিল নেপালের পরিস্থিতি। উত্তরবঙ্গে গিয়ে কন্যাশ্রী বাংলোয় পৌঁছনোর পর দেখা যায়, নেটওয়ার্কের সমস্যা। ফলে নেপালের খবর পেতে সমস্যা হচ্ছিল তাঁর। সেই কারণেই মুখ্যমন্ত্রী আর কন্যাশ্রীতে থাকতে চাননি। তাই মাঝরাতে চলে যান উত্তরকন্যায়।

প্রসঙ্গত, উত্তরবঙ্গে যাওয়ার সময় নেপালের অশান্তি নিয়ে মমতা বলেছিলেন, “নেপাল আমার দেশ নয়। এটা বিদেশি রাষ্ট্র। এই ব্যাপারে কথা বলতে পারি না। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশকে ভালোবাসি। কেন্দ্রীয় সরকার আমাদের কিছু বললে বলতে পারি। এটা কেন্দ্র দেখছে। আমার অনুরোধ থাকছে, সীমান্ত এলাকায় নজর রাখুন সকলে। কোনও গন্ডগোল জড়িয়ে পড়বেন না। ওখানে শান্তি ফিরে আসুক। আমারা মনে করি, পাড়া-প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকব।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ