সম্যক খান, মেদিনীপুর: ফের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র বিভ্রাট! ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’আখ্যা দেওয়ার মাঝেই এবার বাতিল করে দেওয়া হল ষষ্ঠ সেমেস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা।
শুক্রবারে হওয়া পরীক্ষা বাতিল করে দেওয়ায় সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন হওয়ার কারণেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। যদিও বিদ্য়াসাগর বিশ্ববিদ্য়ালয়ের কন্ট্রোলার বিপ্লব চক্রবর্তী জানান, কিছু টেকনিক্যাল সমস্যার কারণেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য়, এর আগে বুধবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমেস্টারের ইতিহাস অনার্সের সি ১৪-টি পেপার তথা মডার্ন ন্যাশনালিজম ইন ইন্ডিয়া বিষয়ে পরীক্ষা ছিল। সেই প্রশ্নপত্রে ‘ক’ বিভাগের ১২ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল, ‘মেদিনীপুরের তিনজন জেলা ম্যাজিষ্ট্রেটের নাম কর যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন?’
এই প্রশ্নপত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বইতে শুরু করে জেলার শিক্ষামহলে। প্রশ্ন উঠে, স্বাধীনতা সংগ্রামীদের ‘সন্ত্রাসবাদী’ বলা হল কেন? অগ্নিযুগের বিপ্লবীরা যাঁরা দেশের স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ দিতেও ভাবেননি। তাঁদের ‘সন্ত্রাসবাদী’ বলা হল! এই ঘটনার নিন্দায় সরব হন শিক্ষাবীদ থেকে অধ্যাপকরা। মুখ খোলেন শিক্ষাবীদ পবিত্র সরকার। এরপরই বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢোক গিলে জানায়, মুদ্রণ বিভ্রাটের কারণে এমন ঘটনা ঘটেছে। যদিও তারপরও সমালোচনা থামানো যায়নি। শহিদ প্রশস্তি সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও মেল পাঠানো হয়। সেই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে ক্ষমা চান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরই মধ্য়ে নতুন করে প্রশ্নপত্র বিভ্রাটের কারণে পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.