Advertisement
Advertisement
Cpim

চারমাসেই ভুল সংশোধন! মালদহে বদল সিপিএম সম্পাদক, পদে বসলেন নতুন মুখ কৌশিক

এদিন বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

New face has been brought in as district secretary of Cpim in Malda

কৌশিক মিশ্র

Published by: Subhankar Patra
  • Posted:May 22, 2025 8:42 pm
  • Updated:May 22, 2025 9:42 pm  

বাবুল হক, মালদহ: একই মুখ চারবার! দলে কি বিকল্প কোনও যোগ্য নেতা নেই? মালদহের নেতা অম্বর মিত্রকে চতুর্থবার সিপিএমের জেলা সম্পাদক পদে বসানোর পর এই প্রশ্ন উঠেছিল দলেরই অন্দেরে। অস্বস্তিতে পড়ে চারমাসে সেই ভুল শুধরলেন মহম্মদ সেলিমরা। দলের ‘নিয়ম ভেঙে’ অম্বর মিত্রকে চতুর্থবার জেলা সম্পাদক পদে বসানোর পর, বৃহস্পতিবার বিশেষ বৈঠক ডেকে সেই তাঁকে সরিয়ে আনা হল তরুণ নেতা কৌশিক মিশ্রকে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

চলতি বছরের ১৬ জানুয়ারি হবিবপুরের বুলবুলচন্ডীতে অনুষ্ঠিত সিপিএমের ২৪ তম জেলা সম্মেলনে বর্ষীয়ান নেতা অম্বর মিত্রকে পুনরায় জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। তাঁকে মাথায় রেখে ৫২ জনের জেলা কমিটিও তৈরি হয়। তারপরই নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। প্রশ্ন উঠতে শুরু করে কেন পাওয়া গেল না সিপিএমের নতুন জেলা সম্পাদক?

এদিকে অম্বর মিত্র পরপর তিনবার ওই পদে ছিলেন। পার্টির নিয়ম অনুযায়ী এবার তাঁকে সরতেই হত। কিন্তু জেলা সম্মেলনে তাঁর নামেই সিলমোহর পড়ায় বিতর্কের সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তোলেন, দল ঘুরে দাঁড়ানোর ডাক দিচ্ছে অথচ নেতারা ঐক্যমতে পৌঁছতে পারছেন না।

সিপিএমের একটি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সিপিএম জেলা পার্টি অফিস মিহির দাস ভবনে দলের মালদহ জেলা কমিটির সভা হয়। উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত দে, রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ-সহ প্রমুখ। এই সভায় ‘অন্তর্বর্তী’ জেলা সম্পাদক অম্বর মিত্র নতুন সম্পাদক হিসেবে কৌশিক মিশ্রের নাম প্রস্তাব করেন। সেই প্রস্তাব সমর্থন করেন জামিল ফিরদৌস ও মনোয়ারুল আলম। সর্বসম্মতিক্রমে কৌশিক মিশ্রের নামের প্রস্তাব সভায় পাশ হয়। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সিপিএমের মালদহ জেলা কমিটির নবনির্বাচিত সম্পাদক হিসাবে কৌশিক মিশ্রের নাম ঘোষণা করেন।

কৌশিকবাবু একসময় বাম শ্রমিক সংগঠন সিটুর জেলা সভাপতি এবং দলের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পদেও ছিলেন। এদিন দলের জেলা সম্পাদক হিসাবে দায়িত্ব নিয়ে কৌশিক মিশ্র বলেন, “পার্টিকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সাধারণ মানুষকে নিয়ে লড়াই আন্দোলন করতে হবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement