প্রতীকী ছবি।
বিক্রম রায়, কোচবিহার: সিজার করতে গিয়ে অঘটন। গর্ভস্থ সন্তানের মাথা কেটে ফেললেন খোদ চিকিৎসক! এমন অভিযোগে উত্তাল কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতাল। পরিবারের লোকজন চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ করেন। যদিও এই ঘটনা প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসূতি বিউটি খাতুন। কোচবিহারের দিনহাটা বড় শোলমারি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। শনিবার রাত ১০টা নাগাদ প্রসব বেদনা শুরু হয়। তড়িঘড়ি তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। রবিবার বিকেলের দিকে সন্তানের জন্ম দেন। হাসপাতালের তরফে জানানো হয়, সি সেকশনের মাধ্যমে বিউটি সন্তানের জন্ম দিয়েছেন। মা এবং সদ্যোজাত দু’জনেই সুস্থ। কিছুক্ষণ পর দু’জনকে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে দেওয়া হবে বলেই জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পরিবারের লোকজনের দাবি, ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও প্রসূতি এবং সদ্যোজাতর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তাঁদের।
পরবর্তীতে হাসপাতালে চিৎকার চেঁচামেচি করতে থাকে প্রসূতির পরিবারের লোকজন। তাতে বিপাকে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের লোকজনের চাপে মাথায় ব্যান্ডেজ বাঁধা এক সদ্যোজাতকে দেখানো হয়। পরিবারের লোকজনের দাবি, কপাল থেকে মাথা পর্যন্ত সদ্যোজাতর কাটা দাগ দেখতে পান তাঁরা। সিজার করতে গিয়ে শিশুর কপাল এবং মাথায় চোট লেগেছে বলেই দাবি প্রসূতির স্বামী-সহ পরিজনদের। কর্তব্যরত চিকিৎসকের গাফিলতিতে এমন অঘটন বলেই দাবি প্রসূতির আত্মীয়র। দিনহাটা থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.