অর্ণব আইচ: ভোটের আগে মুর্শিদাবাদের নিরাপত্তায় বাড়তি নজর দিল প্রশাসন। এই জেলায় নিরাপত্তার স্বার্থে বড়সড় পদক্ষেপ করা হয়েছে। সোমবার রাজ্য পুলিশের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পুলিশের সশস্ত্র ৮ নং ব্যাটেলিয়নকে বারাকপুর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদের সুতিতে। সদর দপ্তর থেকে সমস্ত বাহিনী, অস্ত্র, গাড়ি সবই স্থানান্তর করা হয়েছে। আপাতত জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত আহিরণ মডেল স্কুলে সব স্থানান্তরিত হয়েছে। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দফায় দফায় মুর্শিদাবাদের একাধিক এলাকা অশান্ত হয়ে ওঠে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সুরক্ষা বৃদ্ধির জন্যই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
রাজ্য সশস্ত্র পুলিশের ৮নং ব্যাটেলিয়ন এতদিন ছিল উত্তর ২৪ পরগনার বারাকপুরে। ১৬ জুন রাজ্য পুলিশের ডিরেক্টরেটের তরফে বিজ্ঞপ্তি জারি করে তা স্থানান্তরের কথা বলা হয়েছে। জানা যাচ্ছে, সুতি অর্থাৎ মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলায় তা সরিয়ে দেওয়া হল। ফলে এই মুহূর্তে বারাকপুরের যেখানে ব্যাটেলিয়ন ছিল, সেই জায়গাটি খালি হয়ে গিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই মুহূর্তে ব্যাটেলিয়নের কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেইসঙ্গে বারাকপুর থেকে সমস্ত গাড়ি, অস্ত্রশস্ত্রও পৌঁছে যাবে জঙ্গিপুর পুলিশ জেলার আহিরণ মডেল স্কুলে। আধিকারিক এবং তাঁদের পরিবারগুলিকে সুতিতে নিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাঁরা বারাকপুরেই থাকবেন বলে জানানো হয়েছে। আরও জানা গিয়েছে, আপাতত ৯ নং ব্যাটেলিয়নের কমান্ডান্টই স্থানান্তরিত ৮ নং ব্যাটেলিয়নের কাজকর্ম দেখভাল করবেন, যতদিন না এই ব্যাটেলিয়নের জন্য নতুন কমান্ডান্ট হিসেবে কাউকে নিয়োগ করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের মত, এসবই জঙ্গিপুর পুলিশ জেলার নিরাপত্তা বাড়ানোর স্বার্থে করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.