Advertisement
Advertisement
Jangipur

উন্নয়নে বাধা! জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধী-সহ ১১ কাউন্সিলরের

উচ্চ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে তা মেনে নেবেন বলে জানিয়েছেন বর্তমান চেয়ারম্য়ান।

No-confidence motion against Jangipur Municipality Chairman
Published by: Subhankar Patra
  • Posted:June 26, 2025 5:57 pm
  • Updated:June 26, 2025 6:03 pm  

শাহজাদ হোসেন, ফরাক্কা: জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন দলেরই কাউন্সিলররা। সঙ্গে যোগ দিয়েছেন বিরোধী দল কংগ্রেস ও বিজেপির কাউন্সিলরা। উন্নয়নের কাজে বাধা, পুরবোর্ড ঠিকমতো কাজ করছে না, এই অভিযোগ তুলে চেয়ারম্যানের বিরুদ্ধে এই প্রস্তাব আনলেন জনপ্রতিনিধিরা।

পুরভোটে ২১টি ওয়ার্ডের জঙ্গিপুর পুরসভায় জয় ছিনিয়ে আনে তৃণমূল। চেয়ারম্যান হন মফিজুল ইসলাম। কিন্তু এই পুরবোর্ড নিয়ে গত একবছর ধরে বিতর্ক লেগেই ছিল। দল ঘরোয়াভাবে বিষয়টি মিটিয়ে নিতে বলে। কিন্তু আজ, বৃহস্পতিবার শাসকদলের ৮ জন ও বিরোধীদলের ৩ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন। ১,২,৮ ৯, ১০, ১৯,১৮, ১৭ ও ২১ নম্বর ওয়ার্ডের পুরসদস্যরা পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে অনাস্থা প্রস্তাব দিয়ে আসেন।

অনাস্থা প্রস্তাবের পক্ষে এক কাউন্সিলর বলেন, “পুরবোর্ড কীভাবে চলছিল তা সবাই জানেন। আমরা অনাস্থা প্রস্তাব এনেছি। যা জানানোর দলকে জানিয়েছি।” এই বিক্ষুদ্ধ কাউন্সিলর দলের রয়েছেন বিরোধী দল কংগ্রেস ২ ও বিজেপির ১ কাউন্সিলরাও।

বিজেপি সভাপতি সুবলচন্দ্র ঘোষের কথায়, “আমরা তৃণমূল কংগ্রেসের ডাকা তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত বোর্ডের অনাস্থা প্রস্তাবে সমর্থন করেছি। আমাদের একটা মাত্র কাউন্সিলর থেকেও যে তৃণমূল পরিচালিত ভোট ভেঙে ফেলা যায় সেই উদ্দেশ্যেই এই সমর্থন।”

এই বিষয়ে জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, “শহরের কাজ ভালোই চলছিল। রাস্তাঘাট সব উন্নত হয়েছে। হ্যাঁ, আবর্জনা ফেলার জায়গা নিয়ে একটা সমস্যা রয়েছে। সেটাও ঠিক হয়ে যাবে। অনাস্থার বিষয়টি দলকে জানিয়েছি। দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।”

জঙ্গিপুরের রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে স্থানীয় বিধায়কের সঙ্গে চেয়ারম্যানের ঝামেলার কারণে এই কাণ্ড। বিধায়ক বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে চেয়ারম্যানের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। অনুমান বিধায়ক ঘনিষ্ঠরা এই অনাস্থা প্রস্তাব এনেছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement