ছবি- সংগৃহীত
নিজস্ব সংবাদদাতা, বোলপুর: পুজোর মুখে সুখবর যাত্রীদের জন্য। কাটোয়া-আমোদপুর শাখায় বাড়ল ট্রেন। উৎসবে মাতলেন এলাকাবাসীরা। দীর্ঘ আন্দোলন ও ধারাবাহিক স্মারকলিপি জমা দেওয়ার ফলস্বরূপ অবশেষে কাটোয়া-আমোদপুর শাখায় চালু হল নতুন ট্রেন।
আমোদপুর-কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা দীর্ঘদিন ধরেই ট্রেন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবি পূরণ হল। সোমবার নতুন ট্রেন কীর্ণাহার ও লাভপুর আসতেই স্টেশনে অ্যাসোসিয়েশনের সদস্যরা ঢাকঢোল বাজিয়ে এবং শাঁখ বাজিয়ে ট্রেনকে বরণ করেন। স্টেশন চত্বরে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
পূর্ব রেল হাওড়া ডিভিশন সূত্রে জানা যায়, কাটোয়া স্টেশন থেকে প্রতিদিন বিকেল ৩টা ৫০ মিনিটে ছেড়ে ট্রেনটি আমোদপুর পৌঁছবে বিকেল ৫টা ১৫ মিনিটে। ফের আমোদপুর স্টেশন থেকে বিকেল ৫টা ৩০ মিনিটে ছেড়ে কাটোয়া পৌঁছবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।
নিত্যযাত্রী রত্না মুখোপাধ্যায় ও মদন বিশ্বাস বলেন, “নতুন ট্রেন চালু হওয়ায় পড়ুয়া থেকে চাকুরিজীবী সবাই উপকৃত হবেন।” নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝি বলেন, “রেল যাত্রী সংগঠনের আন্দোলন এখানেই থেমে নেই। যতদিন না রামপুরহাট থেকে আমোদপুর-কাটোয়া হয়ে সরাসরি শিয়ালদা বা হাওড়াগামী ট্রেন চালু হচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.