Advertisement
Advertisement

Breaking News

Kharagpur

রেলের জমিতে মুখ্যমন্ত্রীর ব্যানার ছেঁড়ায় আইনি পদক্ষেপ, এফআইআরের ভিত্তিতে RPF-কে নোটিস

নোটিস পাঠানো হয়েছে আরপিএফের ওসি আরপি সিংকে।

OC of RPF gets notice over tearing Mamata Banerjee's banner at Kharagpur on the basis of FIR
Published by: Sucheta Sengupta
  • Posted:July 22, 2025 2:08 pm
  • Updated:July 22, 2025 2:14 pm  

অংশুপ্রতিম পাল, খড়গপুর: মুখ্যমন্ত্রীর ছবি দেওয়ার ব্যানার ছেঁড়ার ঘটনায় এবার বড়সড় পদক্ষেপ। জনৈক নাগরিকের দায়ের করা এফআইআরের ভিত্তিতে এবার আরপিএফের ওসিকে নোটিস পাঠাল খড়গপুর টাউন থানার পুলিশ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বেশ জলঘোলা হয়েছে। রেলের জমিতে দেওয়া রাজ্য সরকারের ব্যানার ছেঁড়ার মতো ঘটনায় রেল পুলিশের সঙ্গে রাজ্য পুলিশের নতুন করে সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

Advertisement

ঘটনা ঠিক কী? জানা যাচ্ছে, খড়গপুর টাউন এলাকায় রেলের জমিতে পথ নিরাপত্তায় রাজ্য সরকারের প্রচার প্রকল্প ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর পোস্টার দেওয়া হয়েছিল গত শুক্রবার। কিন্তু পরদিন অর্থাৎ শনিবার দেখা যায়, ব্যানারগুলি ছেঁড়া, মাটিতে লুটিয়ে পড়া। খবর পেয়ে ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত রেল পুলিশের কর্তারা ঘটনাস্থলে যান। তাঁদের সেসময় বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল। এই ঘটনার পর ওইদিনই খড়গপুর শহরের জনৈক নাগরিক খড়গপুর টাউন থানায় এফআইআর দায়ের করেন। তাতে নাম উল্লেখ ছিল খড়গপুর সেটলমেন্ট থানার ওসি আরপি সিং এবং তাঁর অধীনস্ত কয়েকজন কর্মীর বিরুদ্ধে।

এরপর সোমবার, ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের উদ্দেশে তোপ দেগে বলেন, “বাংলায় থেকে আমার ব্যানার ছিঁড়বে!” তাঁর এটুকু মন্তব্যেই ছিল কড়া বার্তা। মঙ্গলবার সকালে খড়গপুর টাউন থানার পুলিশ ব্যানার ছেঁড়া নিয়ে ওই নাগরিকের দায়ের করা এফআইআরের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করে। নোটিস পাঠানো হয় খড়গপুর সেটলমেন্ট থানার ওসি আরপি সিংকে। রেলের তরফে অবশ্য দায়সারা জবাবে বলা হয়েছে, রেলের জমিতে রাজ্য সরকারের প্রচারমূলক পোস্টার লাগানোর জন্য প্রাথমিকভাবে অনুমতি ছিল। তবে তা লাগানোর আগে রেল কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল। যদিও তাতে রেলের দায় কিছু কম হচ্ছে না বলেই মত খড়গপুরবাসীর। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement