Advertisement
Advertisement
Panihati

পানিহাটিতে হুড়মুড়িয়ে ভাঙল প্রাচীন বাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ১

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Old house collapses in Panihati, 1 dead
Published by: Subhankar Patra
  • Posted:July 19, 2025 1:21 pm
  • Updated:July 19, 2025 1:21 pm   

অর্ণব দাস, বারাকপুর: ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা সোদপুরে। ভেঙে পড়ল বহু প্রাচীন বাড়ি। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু এক বাসিন্দার। ঘটনাটি ঘটেছে পানিহাটি পুরসভার তিন নম্বর ওয়ার্ড এমএন চ্যাটার্জী রোডে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Advertisement

মৃতের নাম দেবকুমার শ্রীমান (৬৯)। তিনি ও তিন শরিক বাড়িতে থাকতেন। আগে থেকেই বাড়িটির অবস্থা খুব খারাপ ছিল। লাগাতার বৃষ্টিতে অবস্থা আরও খারাপ হয়ে যায়। শুক্রবার সকালে বাড়ির একটি অংশ ভেঙে পড়েও বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় কাউন্সিলর কাউন্সিলর ঝর্ণা বন্দ্যোপাধ্যায় বাড়ির বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার কথা বললেও তাঁরা কেউ শোনেননি বলে অভিযোগ। শনিবার ভোররাতে ভেঙে পড়ে বাড়িটির একাংশ। বিকট শব্দ শুনে বেরিয়ে আসেন বাড়ির বাকি সদস্যরা। তবে চাপা পড়েন দেবকুমার। ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। স্থানীয়রাই পুলিশে খবর দিয়ে উদ্ধারকার্য শুরু করেন। ইট-সিমেন্টের স্তূপ থেকে দেবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ওই বাড়ির বাসিন্দা মৃত দেববাবুর বউদি ভারতী শ্রীমান বলেন, “বিকট শব্দ শুনে আমরা বেরিয়ে আসি। দেখি বাড়ির একাংশ ভেঙে পড়েছে। তখনও জানি না, আমার দেওর চাপা পড়েছে। ওঁর ছেলে চিৎকার করতে থাকে। পরে ওকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।” স্থানীয় বাসিন্দা দেবাশিস মুখোপাধ্যায় বলেন, “বহু বছরের বাড়ি। গতকাল সকালে একটা ছোট অংশ ভেঙে পড়ে। ঘরেই শুয়ে ছিলেন দেব। ভোররাতে প্রায় পুরো বাড়িটাই ভেঙে পড়ে। দেবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। স্থানীয় কাউন্সিলর ঝর্ণা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাড়িটি বিপজ্জনক বলে আমরা বহুকাল ধরে বাড়িটা ছেড়ে দিতে বলেছি। কিন্তু শোনেনি। খুবই মর্মান্তিক ঘটনা।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ