Advertisement
Advertisement
Bongaon

বনগাঁয় বিজেপি বিধায়কের বাড়ির বকেয়া বিল সাড়ে ৩ লক্ষ টাকা! বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করল দপ্তর

শুরু হয়েছে তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা।

outstanding bill of BJP MLA's house in Bangaon is 3.5 lakh rupees
Published by: Suhrid Das
  • Posted:August 27, 2025 11:27 am
  • Updated:August 27, 2025 11:58 am   

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বকেয়া বিদ্যুতের বিলের অঙ্ক প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। সেই টাকা না মেটানোয় বিজেপি বিধায়কের বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁতে। বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে খবর। আর তাই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা। বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। পালটা বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে বেনিয়ম ও অতিরিক্ত বিল পাঠানোর অভিযোগ তুলেছে বিজেপি বিধায়ক।

Advertisement

বনগাঁর পাল্লা এলাকায় বিধায়কের বাড়ি। ওই বাড়িতে বিধায়কের ভাই জয়দেব মজুমদারের নামে একটি মিটার আছে। সেই মিটারেরই প্রায় সাড়ে তিন লক্ষ বিদ্যুৎ বিল এসেছিল। সেই টাকার অঙ্ক বকেয়া আছে বলে অভিযোগ। টাকা না মেটানোয় গতকাল, মঙ্গলবার বিধায়কের ভাইয়ের নামে থাকা ওই মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ দপ্তর। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছে বিধায়কের পরিবারের বিরুদ্ধে। কটাক্ষ শুরু করেছে শাসক দল তৃণমূল। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল নেতা শুভজিৎ দাস দাবি করেন, “একজন জনপ্রতিনিধির সাড়ে তিন লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া আছে। এইসব জনপ্রতিনিধিরা সমাজের কলঙ্ক।” তিনি রাজ্য সরকারের কাছে বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক। তিনি দাবি করেছেন, ওই বাড়িতে তিনটি বিদ্যুৎ সংযোগের মিটার আছে। তিনি অভিযোগ করেন, ভাই জয়দেব মজুমদারের নামে থাকা মিটারে বেশ কয়েক মাস ধরে বেনিয়ম হচ্ছে। বিদ্যুৎ দপ্তরের থেকে অতিরিক্ত বিল পাঠানো হচ্ছিল বলে অভিযোগ। এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরে অভিযোগও জানানো হয়েছে। সেই সমস্যার সমাধান না হওয়ার তাঁদের তরফেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আবেদন জানানো হয়। সেজন্যই দপ্তর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে দাবি বিধায়কের। বিজেপি বিধায়ক আরও অভিযোগ করেছেন, রাজ্য সরকার বিদ্যুৎ দপ্তরকে দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত বিল আদায় করছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তিনি অভিযোগকারীদের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ