Advertisement
Advertisement
Jharkhand

বাংলায় ‘ব্রাত্য’, যৌন হেনস্তা অভিযোগের পর ঝাড়খণ্ডের দায়িত্বে কার্তিক মহারাজ

বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের দায়িত্বে থাকা কার্তিক মহারাজের বিরুদ্ধে চলছে যৌন হেনস্তার মামলা।

Padmasree Kartik Maharaj of Beldanga Bharat Sebasram Sangha given resposibility of Jharkhand
Published by: Sucheta Sengupta
  • Posted:August 7, 2025 2:23 pm
  • Updated:August 7, 2025 2:26 pm  

স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: মহিলাকে যৌন হেনস্তার অভিযোগের পর বাংলায় কার্যত ‘ব্রাত্য’ পদ্মশ্রীপ্রাপ্ত সন্ন্যাসী কার্তিক মহারাজ। তাঁকে ঝাড়খণ্ডে বেশি সময় দিতে বলা হয়েছে বলে খবর। বর্তমানে ভারত সেবাশ্রম সংঘের মুর্শিদাবাদের বেলডাঙা আশ্রমের দায়িত্বে রয়েছেন কার্তিক মহারাজ। কিন্তু তাঁকে সম্প্রতি ঝাড়খণ্ডের সংঘ দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

সম্প্রতি ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙা শাখার দায়িত্বে থাকা পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত কার্তিক মহারাজ ওরফে প্রদীপ্ত মহারাজের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে আইনের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দিনের পর দিন তাঁকে আটকে রেখে শারীরিক নিগ্রহ করেছেন বেলডাঙার ভারত সেবাশ্রমের দায়িত্বপ্রাপ্ত ওই সন্ন্যাসী। এই মর্মে থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। মামলার জল গড়ায় কলকাতা হাই কোর্টেও। রক্ষাকবচ চাইতে হাই কোর্টের দ্বারস্থ হলেও স্বস্তি মেলেনি কার্তিক মহারাজের। তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের মামলা চলছে।

তাঁর বিরুদ্ধে ওই মামলার পর থেকেই বেলডাঙার আশ্রমে কার্তিক মহারাজকে সেভাবে দেখা যাচ্ছিল না। সূত্রের খবর, তাঁকে নাকি ঝাড়খণ্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। সেকথা অবশ্য মেনে নিয়েছেন কার্তিক মহারাজ। জানিয়েছেন, বর্তমানে ঝাড়খণ্ডে তাঁকে বেশি সময় দিতে হচ্ছে। ওয়াকিবহাল মহলের ধারণা, পদ্মশ্রীপ্রাপ্ত সন্ন্যাসীর নাম যৌন নিগ্রহের মতো মামলায় জড়িয়ে যাওয়ায় সাবধানী পদক্ষেপ করেছে ভারত সেবাশ্রম সংঘ। এমনিতেও বঙ্গ রাজনীতিতে একাধিক বিতর্কে জড়িয়েছেন প্রদীপ্ত মহারাজ। শাসকদল তাঁর বিরুদ্ধে ধর্মীয় অশান্তিতে উসকানি দেওয়ার মতো গুরুতর অভিযোগও এনেছে। এত সব বিতর্ক এড়াতেই হয়ত বাংলা থেকে সুকৌশলে কার্তিক মহারাজকে সরিয়ে নেওয়া হল ঝাড়খণ্ডে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement