নন্দন দত্ত, বীরভূম: পঞ্চায়েত ভোটকে (Panchayat Election 2023) হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। ফলে গ্রামে গ্রামে গিয়ে প্রচার চালাচ্ছেন নেতা-নেত্রীরা। বীরভূমের খয়রাশোলে গিয়ে ক্ষোভের মুখে সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। বিক্ষোভের মুখে মেজাজ হারালেন নেত্রী।
রাজ্য নির্বাচন কমিশনার ভোটের দিন ঘোষণার পর থেকেই প্রচারে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। একাধিক জায়গায় প্রচারে ক্ষোভের মুখেও পড়তে হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের। সোমবার বীরভূমের খয়রাশোলে ক্ষোভের মুখে সাংসদ শতাব্দী রায়। এদিন ভোটের প্রচারে খয়রাশোল ব্লকের অন্তর্গত গাংপুর গ্রামে যান সাংসদ। তিনি যাওয়া মাত্রই পানীয় জল-সহ একাধিক দাবিতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। সকলে রীতিমতো ঘিরে ধরেন সাংসদ।
স্থানীয়দের বিক্ষোভের মুখে মেজাজ হারান শতাব্দী রায়। তিনি অভিযোগ করেন, গ্রামবাসীরা বাড়ি পেয়ে সেকথা বলছেন না। অর্থাৎ মিথ্যে কথা বলছে। না পাওয়ার তালিকা নিয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে। শতাব্দী রায় মেজাজ হারাতেই স্থানীয়দের একাংশ কার্যত চুপ করে যায়। এরপর সকলের মধ্যস্থতায় আয়ত্তে আসে পরিস্থিতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.