সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) পাশে দাঁড়ালেন তৃণমূল সুপ্রিমো। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে বীরভূমের ভারচুয়াল সভা থেকে কেষ্ট মণ্ডলের গ্রেপ্তারি নিয়ে সরব ঘাসফুল শিবিরের সভানেত্রী। তাঁর কথায়, “প্রমাণ করতে পারছে না দোষ। শুধু আটকে রেখেছে কেষ্টকে। যাতে তৃণমূল করতে না পারে। পঞ্চায়েত করতে না পারে।” এর আগেও অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে কেন্দ্র ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দুষেছেন তিনি।
পঞ্চায়েত ভোটের প্রচারে বীরভূমে যাওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত ভারচুয়াল সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সভা থেকে কেন্দ্রকে তুলোধোনা করলেন তিনি। কেন্দ্রীয় বঞ্চনা, বকেয়া পাওনা নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি নিয়েও সরব হন তিনি। মমতার কথায়, “কেষ্টর নামে বলা হচ্ছে। ওঁর মেয়েকে পর্যন্ত আটকে রেখেছে। দোষ করলে আদালতে প্রমাণ করুক। কিন্তু প্রমাণ তো করতে পারছে না।” এরপরই তৃণমূল সভানেত্রীর দাবি, “আটকে রাখা হয়েছে যাতে ও (অনুব্রত মণ্ডল) তৃণমূল করতে না পারে। পঞ্চায়েত ভোট করতে না পারে।”
উল্লেখ্য়, এবার কেষ্টহীন বীরভূমে (Birbhum) হচ্ছে পঞ্চায়েত ভোট। প্রায় এক বছর হতে চলল জেল হাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। সুদূর দিল্লির তিহাড়ে রয়েছেন তিনি। রাজ্য়ে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই সাধারণত লালমাটির জেলার ভোট নিয়ন্ত্রণ করেছেন কেষ্ট মণ্ডল। কিন্তু এবার সেটা হচ্ছে না। তৃণমূল বারবার অভিযোগ করেছে, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই অনুব্রতকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন কার্যত সেই অভিযোগেই সিলমোহর দিলেন তৃণমূল সভানেত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.