নন্দন দত্ত, সিউড়ি: এ যেন ‘সবুজ বিপ্লব’! সবুজ আবিরের সঙ্গে সবুজ মিষ্টি। গ্রাম বীরভূম দখল করে এভাবেই আনন্দে মেতেছেন তৃণমূল কর্মীরা। আম মিষ্টি নামেই নতুন এই সবুজ মিষ্টি তৈরি করেছিলেন ময়রারা। আম দিয়ে নতুন ধরনের রসগোল্লা তৈরি করেছেন তাঁরা। সবুজে সবুজ জেলায় সবুজ মিষ্টির চাহিদা তুঙ্গে।
আদালতের নির্দেশে গোটা জেলায় বিজয় মিছিল করছে না কোনও রাজনৈতিক দল। তা বলে দলীয় দপ্তরে কর্মীদের সমাবেশে এই বিপুল জয়ে তারা মাতবে না কেন? তাই এখন ভালবাসার উপহার মানেই হাঁড়ি ভরতি সবুজ মিষ্টি। আর উল্লাস বলতে সবুজ আবিরে মাখামাখি। যার জেরে জয়ী প্রার্থী থেকে নেতা কর্মীদের অবস্থা শোচনীয়। ফলপ্রকাশের পর থেকে প্রতিদিনই অকাল হোলিতে মাতছেন কর্মীরা। সবুজ মিষ্টিতে ভরছে পেট। তবুও আবদার তো!
এবার ভোটে জয়োল্লাসে সবুজ মিষ্টির জোগান দিতে বেশ নাজেহাল অবস্থা বিক্রেতাদের। উজ্জ্বল ঘোষাল জানান, ভোটের জয়ের ফলে বাজার ভাল। যারা দোকানে আসছে হাঁড়ি ভরতি সবুজ মিষ্টি নিয়ে গ্রামে যাচ্ছে। আরেক বিক্রেতা উজ্জ্বল দে জানান, শুধু রসগোল্লা নয়, সবুজ মিষ্টি মানেই বিক্রি বেশি। তাই আমরা সবুজ মিষ্টি আমরাজ ভোগ, ছাপান্নভোগ, আম স্যান্ডুইজ সঙ্গে রসগোল্লা করছি।
তৃণমূলের জয়ের পর এক ধাক্কায় চাহিদা বেড়ে দ্বিগুণ হয়েছে। অর্থনৈতিক বিকাশের জন্যই তো সবুজ বিপ্লব হয়েছিল। এই জয় লালমাটির বীরভূমে সবুজের অভিযান।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.