Advertisement
Advertisement

Breaking News

Panchayet Member

ঠিকাদারের হাতে ‘আক্রান্ত’ পঞ্চায়েত সদস্যা, ধর্ষণের হুমকির অভিযোগে শোরগোল মুরারইতে

পুরনো আক্রোশের জেরে এমন ঘটনা বলে ধারণা, থানায় ৫ জনের বিরুদ্ধে দায়ের অভিযোগ আক্রান্ত পারভীনার।

Panchayet member of Muraroi Parveena Bibi files complaints against 5 contractual labourers for harrassing her
Published by: Sucheta Sengupta
  • Posted:May 23, 2025 5:26 pm
  • Updated:May 23, 2025 6:25 pm  

নন্দন দত্ত, সিউড়ি: কাজে যোগ দিতে গিয়ে ঠিকাদারদের হাতে পঞ্চায়েত সদস্যার আক্রান্ত হওয়ার অভিযোগে শোরগোল বীরভূমের মুরারইতে। পঞ্চায়েতের মহিলা সদস্যকে ঘিরে ধরে হেনস্তা, ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে পাঁচজনের বিরুদ্ধে। এনিয়ে পাইকর থানায় অভিযোগ দায়ের করেছেন পারভীনা বিবি নামে ওই সদস্য। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে ঠিকাদারদের দ্বারা পঞ্চায়েত সদস্যার হেনস্তার অভিযোগ ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য রয়েছে এখনও।

Advertisement

ঘটনার সূত্রপাত দিন দুই আগে। অভিযোগ, বুধবার বিকেলে একদল ঠিকাদারের হাতে হেনস্থার শিকার হন পারভীনা বিবি। মুরারই ২ নম্বর ব্লকের পাইকর ১ নম্বর পঞ্চায়েতের এক্সিকিউটিভ নন্দদুলাল মাল কুশমোর দু’নম্বর পঞ্চায়েতে পদে যোগ দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার। সেই কারণে বৃহস্পতিবার কুশমোর পঞ্চায়েতে নন্দদুলালের সঙ্গে সাক্ষাৎ করতে যান পারভীনা বিবি। পাইকর ১ নম্বর পঞ্চায়েত অফিসে তিনি ঢোকার সঙ্গে সঙ্গে একদল ঠিকাদার পারভীনাকে ঘিরে ধরেন বলে অভিযোগ। এরপর তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয়। এমনকী ঠিকাদাররা তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

থানায় লিখিত অভিযোগ পঞ্চায়েত সদস্য পারভীনা বিবির।

পারভীনা বিবির অভিযোগ, ঠিকাদার অর্ধেন্দু দাস, সিসকুল শেখ, ফজলে শেখ, এনামুল শেখ এবং সুরজ শেখরা তাঁকে হেনস্তা করেছে। তাঁর দাবি, পূর্ববর্তী একটি ঘটনার জেরে এঁদের ক্ষোভ ছিল। সেই আক্রোশ থেকেই এবার তাঁকে হেনস্তার ঘটনা ঘটেছে বলে মনে করছেন পারভীনা। এই ঘটনার পর পারভীনা বিবি পাইকর থানায় ৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। পারভীনা বিবির নিরাপত্তায় প্রশাসন সজাগ বলেও জানানো হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement