Advertisement
Advertisement
Baruipur

টিকিট চাইতেই মহিলা টিটির মুখে গরম ঘুগনি ছুড়লেন যাত্রী! চাঞ্চল্য বারুইপুর স্টেশনে

পাকড়াও করা হয়েছে অভিযুক্ত যাত্রী সাইদা বিবিকে।

Passenger throws hot water at female ticket checker's face while asking for ticket in Baruipur station

সেই ঘটনার পরও কর্তব্যে অবিচল ওই টিকিট পরীক্ষক। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:September 6, 2025 4:15 pm
  • Updated:September 6, 2025 4:48 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারলেন মহিলা যাত্রী! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে। ঘটনার পর পাকড়াও করা হয়েছে অভিযুক্ত সাইদা বিবিকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারুইপুর স্টেশন চত্বরে।

Advertisement

শনিবার বেলায় বারুইপুর জংশনের ২ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল শিয়ালদহগামী আপ বারুইপুর লোকাল। টিটিই পূজা কুমারী ওই ট্রেনের মহিলা কামরায় টিকিট পরীক্ষার জন্য উঠেছিলেন।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিযুক্ত সাইদা বিবি ও তাঁর এক সঙ্গী ওই ট্রেনের কামরায় বসেছিলেন। দু’জনেই গরম ঘুগনি খাচ্ছিলেন। সেসময় টিকিট পরীক্ষক পূজা কুমারী তাঁদের কাছে গিয়ে বৈধ টিকিট দেখতে চেয়েছিলেন। আর তাতেই নেমে এল ঘোর বিপদ।

অভিযোগ, আচমকাই গরম ঘুগনি মহিলা টিটিই-র মুখে ছুড়ে মারেন সাইদা বিবি। চোখমুখ কার্যত জ্বলে যায় তাঁর। কষ্টে আর্তনাদ করে ওঠেন টিকিট পরীক্ষক পূজা কুমারী। ঘটনার আকস্মিকতায় অন্যান্য যাত্রীরাও হতবাক হয়ে যান। যদিও ওই ঘটনার পরেও নিজেকে সামলে অভিযুক্ত যাত্রীকে পাকড়াও করে রাখেন টিকিট পরীক্ষক। ট্রেন থেকে তাঁকে নামানো হয়। খবর পেয়ে আরপিএফ জওয়ানরাও ঘটনাস্থলে চলে আসেন।

জানা গিয়েছে, অভিযুক্ত সাইদা বিবি সুভাষগ্রামের বাসিন্দা। তাঁর কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদহ পর্যন্ত বৈধ টিকিট ছিল। কিন্তু বারুইপুর পর্যন্ত যাওয়া কিংবা সেখান থেকে শিয়ালদহমুখী কোনও স্টেশনে যাওয়ার টিকিট তাঁরা দেখাতে পারেননি।  গোটা ঘটনা জানিয়ে বারুইপুর জিআরপিতে অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা টিটিই। তার ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়। যদিও সাইদা বিবি নিজের কাজের জন্য ভুল স্বীকার করেছেন। তবে ওই যাত্রীর শাস্তির দাবি জানিয়েছেন রেল টিকিট পরীক্ষক। ঘটনার পর তিনি যথেষ্ট আতঙ্কিত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement