সুমন করাতি, হুগলি: লোকাল ট্রেনেই বিশ্বকর্মা পুজোর আয়োজন। রীতিমতো নিয়ম-রীতি মেনে পুজো সারলেন পুরোহিত। প্রসাদে মিলল মিষ্টিও। সোশাল মিডিয়ায় ভাইরাল কাটোয়া লোকালের সেই ভিডিও।
প্রতিদিন একই ট্রেনে যাতায়াতের সুবাদে বন্ধু হয়ে ওঠেন কত মানুষ। ট্রেনই তাঁদের একসঙ্গে আনন্দ উদযাপনের জায়গা হয়ে ওঠে। আইবুড়োভাতের মতো অনুষ্ঠানও দেখা গিয়েছে ট্রেনে। সেই রকমই হল বিশ্বকর্মা পুজোও। বুধবার কাটোয়া লোকালে ধুমধাম করে চলল বিশ্বকর্মা আরাধনা। বুধবার ভোড় সাড়ে পাঁচটা নাগাদ ৩৭৯১৪ ডাউন কাটোয়া লোকাল কাটোয়া স্টেশন ছাড়ে। হাওড়ায় পৌঁছয় ৮ টা বেজে ৪৫ মিনিটে। এই তিনঘণ্টা ধরে চলল পুজো। তাতে মেতে উঠলেন যাত্রীরা। ছিল গান-বাজনার আয়োজনও।
যাত্রীরা জানান, কয়েকবছর ধরে পুজো হচ্ছে। তবে মাঝে ছেদও পড়েছিল। করোনার সময় ট্রেন বন্ধ থাকায় সেই বছর পুজো হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হতেই পুজো শুরু হয়। রীতিমতো ঢাক-ঢোল, কাঁসর বাজিয়ে পুজো হয়। পুজো শেষে মিষ্টির প্যাকেট দেওয়া হয় সব যাত্রীদের। এই পুজোয় মেতে ওঠেন যাত্রীরা। তবে শুধু এই কাটোয়া লোকালই নয়। আরও অনেক ট্রেনেই রীতিমতো ধুমধাম করে হয় বিশ্বকর্মাপুজো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.