Advertisement
Advertisement

Breaking News

Jamuria

জামুরিয়ায় খোলামুখ খনিতে নেমে মৃত্যু যুবকের, ক্ষতিপূরণের দাবিতে ইসিএলের বিরুদ্ধে ক্ষোভ বাসিন্দাদের

বিক্ষোভের জেরে কাজ বন্ধ হয়ে যায় ওই এলাকায়।

Person died after falling into an open pit mine in Jamuria

ঘটনার পর থেকেই এলাকায় বিক্ষোভ। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:February 2, 2025 4:16 pm
  • Updated:February 2, 2025 4:26 pm  

শেখর চন্দ্র, আসানসোল: খোলামুখ খনিতে কয়লা সংগ্রহ করতে গিয়ে মৃত্যু হল এক যুবকের! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়ায়। মৃতের নাম টিঙ্কু বাউড়ি। তিনি স্থানীয় মীঠাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টিঙ্কু বাউড়ি কয়লা তোলার জন্য নেমেছিলেন ইসিএলের নর্থ সিয়ারশোল খোলামুখ খনিতে। অভিযোগ, সেসময় খনিতে বিস্ফোরণ হয়। সে কারণেই ওই যুবক মারা গিয়েছেন বলে দাবি। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যান পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা। ইসিএলের করানো বিস্ফোরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলা হয়।

ইসিএল কর্তৃপক্ষকে এই ঘটনার জন্য আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। অথবা মৃতের পরিবারের কাউকে খনিতে চাকরি দিতে হবে। এই দাবি তোলা হয়। এদিন বেলা ১২টা নাগাদ ওই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দাবি, খনিতে স্থানীয়র মৃত্যু হয়েছে। এর পেছনে রয়েছে ব্লাস্টিং। তাই মৃতের পরিবারের চাকরি ও ক্ষতিপূরণ দিতে হবে। মৃতদেহ উদ্ধারের পর সেখানে রেখেই শুরু হয় বিক্ষোভ। ঘটনায় ওই এলাকায় খনির কাজ বন্ধ থাকে।

স্থানীয়দের দাবি, ওই এলাকায় একাধিক খোলামুখ খনি আছে। মাঝেমধ্যেই সেখানে দুর্ঘটনা হয়। ইসিএল কর্তৃপক্ষের তরফে ওইসব এলাকা ঘিরে রাখার ব্যবস্থা হয় না। ফেন্সিং লাগানোর দাবি তোলা হলেও এখনও অবধি সেই কাজ হয়নি। ঘটনায় ইসিএলের পক্ষ থেকে এদিন বিকেল পর্যন্ত কিছু জানানো হয়নি। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement