Advertisement
Advertisement
Murshidabad

জমি বিবাদের জেরে নওদায় বোমাবাজিতে মৃত্যু, দেহ ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

পুলিশ তদন্তে নেমে একজনকে আটক করেছে।

person killed in bomb attack in Murshidabad

ঘটনার পর এলাকায় বিক্ষোভ স্থানীয়দের। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:July 1, 2025 11:41 am
  • Updated:July 1, 2025 2:11 pm  

কল্যাণ চন্দ্র, বহরমপুর: পারিবারিক জমি বিবাদ ঘিরে চলল ব্যাপক বোমাবাজি। সেই বোমার আঘাতেই মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃতদেহ উদ্ধারে গেলে পুলিশকে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদ জেলার নওদা থানার আলিনগর গ্রামে। মৃত ব্যক্তির নাম রফিকুল শেখ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই একটি জমি নিয়ে বিবাদ চলছিল রফিকুল শেখের সঙ্গে তাঁর খুড়তুতো ভাইদের। আজ, মঙ্গলবার সকালে ফের ওই জমি নিয়ে বিবাদ শুরু হয় দু’পক্ষের। বিবাদের মধ্যেই শুরু হয় যথেচ্ছ বোমাবাজি। অভিযোগ, রফিকুল শেখকে লক্ষ্য করে ছোড়া হয় বোমা। সেই বোমার আঘাতে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। সাতসকালে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। বোমাবাজি দেখে ঘটনাস্থলে ছুটে যান রফিকুলের পরিবারের সদস্যরা। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে রাস্তার উপরে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভ ছড়ায়। মৃতদেহ ঘিরে বিক্ষোভ চলতে থাকে। খবর পেয়ে নওদা থানার পুলিশ আলিনগর গ্রামে পৌঁছয়। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। মৃতদেহ তুলতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলে পরিবারের লোকজন। কীভাবে এত বোমা গ্রামে মজুত হচ্ছে? কোথা থেকে আসছে ওই বোমা? সেই প্রশ্ন উঠেছে। বেশ কিছু সময় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের শান্ত করা হয়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে খবর। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

কেবল জমি সংক্রান্ত বিবাদ নাকি এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে? সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement