Advertisement
Advertisement

Breaking News

Dankuni

দাম্পত্যের টানাপোড়েনেই ডানকুনিতে যুবক খুন? আটক স্ত্রীর জামাইবাবু

ওই যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদের মামলা চলছিল।

Person killed in Dankuni due to marital tension?
Published by: Suhrid Das
  • Posted:February 8, 2025 12:22 pm
  • Updated:February 8, 2025 12:22 pm  

সুমন করাতি, হুগলি: ডানকুনির যুবক বান্টি সাউ খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। খুনে ঘটনায় শ্বশুরবাড়ির দিকে অভিযোগ তুলল মৃতের পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করেছে। ওই ব্যক্তি মৃতের স্ত্রীর সম্পর্কে জামাইবাবু বলে জানা গিয়েছে। স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতিতেই কি খুন? সেই প্রশ্নও উঠে আসছে। খুনের পিছনে আর কারা জড়িত? সেই বিষয়ে আরও তথ্য জোগাড় করছেন তদন্তকারীরা। গতকাল শুক্রবার ভরসন্ধ্যায় ডানকুনির দিল্লি রোডের ধারে ১২ নম্বর ওয়ার্ডের গ্র্যান্ডসিটি আবাসনের কাছে বান্টিকে গুলি করে খুন করা হয়েছিল।

Advertisement

চন্দননগরের পুলিশ আধিকারিকরা তদন্ত নেমে জানতে পারেন, বান্টি সাউ নামে ওই যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। বেশ কিছু কারণে স্বামী-স্ত্রীর দাম্পত্যে অসঙ্গতি দেখা গিয়েছিল। শ্বশুরবাড়ির সঙ্গে বিভিন্ন বিষয়ে বিবাদও ছিল। মৃতের বাড়ির লোকের অভিযোগ, এই খুনের পিছনে বান্টির শ্বশুরবাড়ির লোকদের হাত আছে। অভিযোগের ভিত্তিতে তদন্তকারীরা বান্টির শ্বশুরবাড়ির লোকদের জেরা শুরু করেন। তারপরই পুলিশ রাতে ওই ব্যক্তিকে আটক করে।

গতকাল সন্ধ্যায় ১২ নম্বর ওয়ার্ডের গ্র্যান্ডসিটি আবাসনের কাছে বান্টিকে গুলি করা হয়। তাঁর বুকে গুলি করা হয়। তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। বান্টির বুকের বাঁদিকে গুলি লেগেছিল। বাইকে করে দুই ব্যক্তি এসেছিলেন বলে খবর। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাঁদের খোঁজ চলছে।

বান্টি সাউ পে লোডারের চালক ছিলেন। ডানকুনির বন্দের বিলের কাছে তাঁদের বাড়ি। ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement