রাজা দাস, বালুরঘাট: রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) মেয়ের শারীরিক অবস্থার উন্নতি। তবে এখনও হাসপাতালেই রয়েছে খুদে। চলছে চিকিৎসা। মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দলের কাজে মন দিলেন সুকান্ত।
ঘটনার সূত্রপাত শনিবার। এদিন দুপুরে বাড়িতে খেলছিল সুকান্তবাবুর মেয়ে। হঠাৎই কাঁদতে কাঁদতে বাড়িতেই জ্ঞান হারায় সে। তড়িঘড়ি বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে (Balurghat District & Super speciality Hospital) ভরতি করা হয়। শুরু হয় চিকিৎসা। বেশ কয়েকঘণ্টা পর শনিবার রাতে জ্ঞান ফেরে খুদের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বিপন্মুক্ত শিশুটি। তবে আপাতত হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে। পাশাপাশি, বিজেপি সাংসদের মেয়ের নার্ভের সমস্যা রয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।
এদিন মেয়ের অবস্থার উন্নতি হওয়ায় দলের কাজে বালুরঘাটে গিয়েছেন সুকান্ত মজুমদার। খুদের অবস্থার উন্নতি হলেও এখনও পুরোপুরি চিন্তামুক্ত হতে পারেননি মজুমদার পরিবারের সদস্যরা। কতক্ষণে শিশুটি ঘরে ফিরবে, সেই অপেক্ষায় সকলে। উল্লেখ্য, শনিবার শিশুটি অসুস্থ হয়ে পড়ার পর সাংসদের বাড়ির নিরাপত্তারক্ষীর মাধ্যমে জানাতে পারা যায় গিয়েছিল, বাড়িতেই খেলছিল সে। হঠাৎ কাঁদতে গিয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে। তবে এনিয়ে সাংসদ বা তাঁর পরিবারের সদস্যরা কিছু জানাননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.