ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ফের বাংলার মনীষীদের নিয়ে বিপাকে মোদি! এবার সমাজ সংস্কার রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেললেন প্রধানমন্ত্রী। এমনটাই দাবি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের (Mahua Moitra)। কৃষ্ণনগরের পদ্মপ্রার্থী অমৃতা রায়ের সঙ্গে ফোনালাপের সময় কৃষ্ণচন্দ্র রায়কে ‘সমাজ সংস্কারক’ বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী। যা নিয়ে মহুয়ার খোঁচা, “ব্যাড হোমওয়ার্ক।”
মঙ্গলবার রাতে কৃষ্ণনগরের ‘রাজমাতা’ পদ্মপ্রার্থী অমৃতা রায়কে ফোন করেছিলেন নরেন্দ্র মোদি। দুজনের ফোনালাপের একটি অংশ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মহুয়া। যেখানে প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, “যখন আমরা ছোট ছিলাম, তখন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সমাজ সংস্কার, বাংলার উন্নয়নের কথা শুনতাম। তাঁর কথা আমাদের পড়ানো হত।”
“Krishnachandra Roy’s Samaj-sudhar works used to be taught to us” – Hon’ble PM tells BJP Krishananagar candidate
Confused between Social Reformer Raja Rammohan Roy & Krishnachandra?
Bad homework, Sir . Tch. Tch.— Mahua Moitra (@MahuaMoitra)
প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে মহুয়ার দাবি, “দুঃখজনকভাবে রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মোদি। কৃষ্ণনগরের প্রার্থীর উচিত তাঁকে বিষয়টি বুঝিয়ে বলা।” এর পরই মহুয়ার খোঁচা, “বিজেপি বাংলার লজ্জা। প্রধানমন্ত্রীজি ব্যাড হোম ওয়ার্ক।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.