Advertisement
Advertisement
Bhangar

ভাঙড়ে তৃণমূল নেতা হত্যাকাণ্ডে গ্রেপ্তার আরও ৩, খুনের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা

ধৃতদের আজ আদালতে তোলা হবে।

Police Arrest Three more in Trinamool leader's murder in Bhangar
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 14, 2025 9:10 am
  • Updated:July 14, 2025 9:21 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঙড়ে তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ খুনে আরও তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার রাতে আজহারউদ্দিন মোল্লা, জাহান আলি খান ও রাজু মোল্লাকে গ্রেপ্তার করে কাশীপুর থানার পুলিশ। সোমবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

Advertisement

তৃণমূল নেতা খুনের পর রবিবার দলেরই নেতা মোফাজ্জেল মোল্লাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃত ভাঙড় বিধানসভা তৃণমূল কমিটির সদস্য। সূত্রের খবর, তাঁকে জেরা করেই বাকি অভিযুক্তদের ব্যাপারে জানাতে পারেন তদন্তকারী আধিকারিকরা। এরপরই অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে অভিযান চালিয়ে বিজয়গঞ্জ বাজার ও চক মরিচা এলাকা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বাড়ি থেকে অদূরেই শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খুন হওয়ার পর তোলপাড় হয় রাজ্য রাজনীতি। উত্তর কাশীপুর থানার পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর, গুন্ডা দমন শাখা এবং স্পেশাল ব্রাঞ্চের দুঁদে অফিসাররা তদন্ত শুরু করেন। পাশাপাশি খোদ লালবাজারের গোয়েন্দা প্রধান রুপেশ কুমার এবং ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষও ঘটনায় বিশেষ নজর দিয়েছেন।

পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে,খোদ লালবাজারের গোয়েন্দা প্রধান ঘণ্টার পর ঘণ্টা মোফাজ্জলকে জিঞ্জাসাবাদ করেন। এরপরই এই তিনজনের ব্যাপারে জানতে পারা যায়। তৃণমূল নেতা খুনে দলেরই নেতা গ্রেপ্তার হলেও বিধায়ক শওকত মোল্লার দাবি করেন, এই খুনের ঘটনায় যুক্ত রয়েছে আইএসএফ। অভিযুক্তকে তৃণমূল নেতা বলা হলেও তিনি তৃণমূলের নেতা নয় বলে দাবি করেছেন তিনি।

উল্লেখ্য, দলীয় বৈঠক সেরে ফেরার পথে বৃহস্পতিবার রাতে বাড়ির কাছেই দুষ্কৃতীদের গুলিতে খুন হন ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল সভাপতি রাজ্জাক খাঁ। পুলিশ সূত্রে খবর, প্রথমে পরপর তিনটি গুলি করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। সেই ঘটনায় প্রথমে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হল। সব মিলিয়ে তৃণমূল নেতা খুনে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। তবে মৃত্যুর কারণ নিয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement