Advertisement
Advertisement
Haroa TMC leader murder case

হাড়োয়ার দাপুটে তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার ভাড়াটে খুনি, কে দিল বরাত? ধন্দে পুলিশ

গত ১৩ আগস্ট ভোররাতে খুন হন ওই তৃণমূল নেতা।

Police arrests a person in Haroa TMC leader murder case । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:August 17, 2023 1:01 pm
  • Updated:August 17, 2023 1:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাড়োয়ার দাপুটে তৃণমূল নেতা শেখ সাহেব আলি খুনের ঘটনায় গ্রেপ্তার ভাড়াটে খুনি। অমৃত গাইন নামে ওই ভাড়াটে খুনিকে বৃহস্পতিবার ভোররাতে গ্রেপ্তার করে হাড়োয়া থানার পুলিশ। তদন্তকারীরা জানান, মাত্র কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিল সে। আর তারপরই তৃণমূল নেতাকে খুনের বরাত নেয়।

Advertisement

গত ১৩ আগস্ট ভোররাতে অঞ্চল সভাপতির বাড়ি থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন খাশবালান্দা গ্রাম পঞ্চায়েতের বিহারী গ্রামের ২৪৩ নং বুথের তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্য। অভিযোগ, সামলা বাজার এলাকায় ১০-১৫ জন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে‌। তাঁকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শেখ সাহেব আলি। দু’টি গুলি তাঁর বাইকেও লাগে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শেখ সাহেব আলি। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।

[আরও পড়ুন: ‘ধৃত কাশ্মীরি ছাত্রকে OBC সার্টিফিকেট দিল কে?’, যাদবপুর কাণ্ডের NIA তদন্তের দাবি শুভেন্দুর]

এই ঘটনার চারদিন পর পুলিশ সুপারি কিলারকে গ্রেপ্তার করল। ধৃত অমৃত গাইন এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। তৃণমূল নেতা খুনের বরাত তাকে কে দিয়েছিল, তা এখনও জানা যায়নি। ধৃতকে জিজ্ঞাসাবাদে সে তথ্য সামনে আসবে বলেই মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। সূত্রের খবর, তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে হাড়োয়া থানার পুলিশ।

[আরও পড়ুন: ৫৩ জন আধিকারিক, ২৯ জনই মহিলা! মণিপুর তদন্তে নজিরবিহীন পদক্ষেপ সিবিআইয়ের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ