Advertisement
Advertisement
Maldah

দেশবিরোধী কার্যকলাপ ঠেকাতে সতর্কতা, মালদহে সীমান্ত এলাকায় ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা পুলিশের

নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Police ban drone flying in border areas in Maldah

প্রশাসনের তরফে এদিন বৈঠকের পর এই বার্তা দেওয়া হয়েছে। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:May 23, 2025 7:57 pm
  • Updated:May 23, 2025 7:57 pm   

বাবুল হক, মালদহ: মালদহের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ড্রোন ব্যবহারে কার্যত নিষেধাজ্ঞা জারি করল জেলা পুলিশ প্রশাসন। অনুপ্রবেশ-সহ দেশবিরোধী কার্যকলাপ ঠেকাতে এই নিষেধাজ্ঞা বলে জানানো হয়েছে। মালদহ শহরে এবার ড্রোন ব্যবহারেও পুলিশের অনুমতি নিতে হবে। সেই নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার এই বিষয়ে বার্তা দিয়েছেন মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গি অনুপ্রবেশ-সহ একাধিক বিষয়ে পুলিশ-প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, সীমান্ত এলাকাগুলিতেও নজর রাখার কথা বলা হয়েছে। তারপরই মালদহে ড্রোন ব্যবহার নিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

এবার এই ড্রোনের উপর নজরদারি চালাতে প্রয়োজনে ড্রোনের সাহায্য নেবে মালদহ পুলিশ-প্রশাসন। বেআইনিভাবে ড্রোন আকাশে ওড়ানো হচ্ছে কিনা, তা দেখার জন্য পুলিশের তরফে ড্রোন ওড়ানো হতে পারে। ড্রোন নিয়ে এই সতর্কতার বিষয়টি জানিয়েছেন মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব। পুলিশ সুপার জানান, রেস্ট্রিক্টেড এরিয়ায় ড্রোন ওড়ানোর ক্ষেত্রে পুলিশ প্রশাসনের অনুমতি নিতে হবে। মালদহের ড্রোন অপারেটরদের সঙ্গে জেলা পুলিশের তরফে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। থানায় থানায় বৈঠক করা হচ্ছে। বাণিজ্যিক ক্ষেত্রে যাঁরা ড্রোন ব্যবহার করে থাকেন, সেসব অপারেটরদেরও এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, মালদহের ১৭২ কিলোমিটার ভারত–বাংলাদেশ সীমান্ত রয়েছে। নদীপথ তথা জল-সীমান্ত রয়েছে ৩২ কিলোমিটার। সীমান্তে ড্রোনের ব্যবহার না করার কথা বলা হয়েছে। শহরের বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের অজুহাতে দুষ্কৃতীরা ড্রোন ক্যামেরা ব্যবহার করতে পারে। এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ-প্রশাসন। মালদহ শহরের মধ্যেই রয়েছে জেলা প্রশাসনিক ভবন, আদালত চত্বর, পুলিশ সুপারের অফিস, মালদহ টাউন স্টেশন, বাস টার্মিনাস–সহ একাধিক গুরুত্বপূর্ণ ভবন। তাই শহরেও ড্রোন ক্যামেরার উপর বিশেষ নজরদারি চালাবে জেলা পুলিশ। মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, “সরকারি যে নিয়ম আছে, সেটা মেনেই কাজ করা হবে। তবে এই ড্রোন ক্যামেরা ওড়ানোর ক্ষেত্রে বেশিরভাগ লোকই নিয়ম জানেন না। কিছু ক্ষেত্রে ড্রোন ক্যামেরা ওড়ানোর জন্য অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে। বর্ডার এরিয়ায় ড্রোন ওড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। পুলিশের অনুমতি ছাড়া যত্রতত্র ড্রোন ওড়ানো যাবে না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ