Advertisement
Advertisement
Howrah

পরিচারিকার কাজ নিয়ে বাড়িতে রেইকি! হাওড়ায় ব্যবসায়ীর বাড়িতে চুরির কিনারা পুলিশের, ধৃত ৪

পুলিশ হেফাজতে ধৃতরা।

Police foil theft at businessman's house in Howrah, 4 arrested

সাংবাদিক বৈঠকে পুলিশ আধিকারিকরা। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:September 24, 2025 11:44 am
  • Updated:September 24, 2025 11:44 am   

অরিজিৎ গুপ্ত, হাওড়া: চুরির উদ্দেশ্যে পরিচারিকার কাজ করতেন বিভিন্ন বাড়িতে! বাড়ির লোকেদের না থাকার সুযোগে হাতসাফাই করে পগারপাড়! তবে এবার আর কার্যসিদ্ধি হল না। বমাল গ্রেপ্তার হলেন ওই পরিচারিকা। তাঁর সঙ্গে পাকড়াও হয়েছেন আরও তিনজন। গত বৃহস্পতিবার রাতে আন্দুলের এক ব্যবসায়ীর বাড়িতে চুরি হয়েছিল। সেই চুরির কিনার করল পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে ওই ব্যবসায়ীর বাড়ির জানলা ভেঙে হানা দিয়েছিল চোরের দল। আলমারি ভেঙে প্রায় ২৫ ভরি সোনার গয়না, নগদ তিন লক্ষ টাকা চুরি যায়। শুক্রবার সকালে ওই ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে সাঁকরাইল থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে নেমে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখানেই ওই বাড়ির পরিচারিকা পূর্ণিমা সিংকে দেখা যায়। তাঁর খোঁজ শুরু করেন তদন্তকারীরা।

বিভিন্ন সূত্র ও মোবাইলের টাওয়ারের লোকেশনের মাধ্যমে ওই পরিচারিকার খোঁজ পাওয়া যায়। ওই মহিলা-সহ চারজনকে পাকড়াও করে পুলিশ। ওই তিনজনের নাম সুজয় মালিক ওরফে ভোলা, সঞ্জয় মালিক ওরফে বাঁটুল, এবং সুরজিৎ বাগ ওরফে কালু। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া গয়না, টাকা উদ্ধার হয়েছে। প্রায় ২৭ ভরি সোনার গয়না, প্রায় গ্রাম রুপোর সামগ্রী ও আড়াই লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের আদালতে পেশ করা হয়েছিল। আদালত ধৃতদের তিনদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

পুলিশি তদন্তে জানা গিয়েছে, এরা চক্র হিসেবে কাজ করছিলেন। পরিচারিকা হিসেবে বিভিন্ন বাড়িতে কাজ নিতেন ওই মহিলা। এরপর সেই বাড়িতে কী কী মূল্যবান জিনিস আছে? গয়নাগাঁটির পরিমাণ থাকতে পারে? সেইসব বিষয়ে চোখ-কান খুলে জানার চেষ্টা চলত। রীতিমতো রেইকি করা হত ওই বাড়ি ও আশপাশ। তারপরেই সুযোগ বুঝে দলের অন্যদের সাহায্য নিয়ে গয়না, টাকা চুরি করে পালানো! এর আগে একাধিক চুরির সঙ্গে ধৃতরা যুক্ত বলে পুলিশ জানতে পেরেছে। মঙ্গলবার হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার সাউথ সুরিন্দর সিং বলেন, “এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।”

 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ