Advertisement
Advertisement
Dakshineswar Metro

কিশোরীকে কটূক্তির জেরে বিবাদে খুন! দক্ষিণেশ্বর কাণ্ডে দাবি পুলিশের

শুক্রবার একসঙ্গে স্কুল থেকে ফেরার পথে বিবাদে জড়ায় দু'জন।

Police get new information in Dakshineswar Metro murder case
Published by: Sayani Sen
  • Posted:September 13, 2025 9:56 am
  • Updated:September 13, 2025 2:02 pm  

অর্ণব দাস, বারাসত: পরিচিত এক কিশোরীকে কটূক্তি করা নিয়ে বিবাদের সূত্রপাত। মাঝে একদিন হাতাহাতিও হয় দু’জনের। সেই সংঘাতের জেরে শুক্রবার দক্ষিণেশ্বর মেট্রো (Dakshineswar Metro) স্টেশনে বন্ধুকে একের পর এক ছুরির কোপ নাবালক সহপাঠীর। দক্ষিণেশ্বর কাণ্ডে এমনই তথ্য পেয়েছে পুলিশ। ধৃতকে শনিবার আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর, আরও তথ্যের খোঁজে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

Advertisement

জানা গিয়েছে, গত বুধবার অভিযুক্ত নাবালকের পরিচিত কোনও কিশোরীকে কটূক্তি করে নিহত মনোজিৎ। তা নিয়ে অশান্তি বাঁধে দু’জনের। ওইদিন হাতাহাতিও হয়। তারপর একসঙ্গে স্কুলে যাতায়াতও করেছে তারা। শুক্রবার দুপুর স্কুল থেকে ফেরার সময় শ্যামবাজার থেকে মেট্রোয় ওঠে। সঙ্গে ছিলে বেশ কয়েকজন বন্ধুবান্ধব। মেট্রোর ভিতরেও ঝগড়াঝাটি হয় তাদের। দক্ষিণেশ্বর স্টেশনের দোতলার এক্সিট গেট দিয়ে বেরিয়ে খাবারের স্টলের সামনে যেতেই ফের মনোজিতের সঙ্গে বিবাদ বেঁধে যায় সেই সহপাঠীর। বাকি দুই বন্ধু তখন একটু দূরে। অভিযোগ, বচসা মাঝে আচমকাই অভিযুক্ত পড়ুয়া ব্যাগ থেকে ধারলো অস্ত্র বার করে মনোজিতের ঘাড়ে, বাঁ কাধের নিচে, বুকে একাধিক কোপ দিয়ে চম্পট দেয়। তখন বাকি দুই বন্ধু রক্তাক্ত মনোজিতকে নিয়ে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এখনও একাধিক প্রশ্নের জট। খুনের পরিকল্পনা কি আগে থেকেই ছিল অভিযুক্তের, স্বাভাবিকভাবে এই প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের। মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধেও উঠছে অভিযোগের আঙুল। কীভাবে ওই ছাত্র ব্যাগে ছুরি নিয়ে মেট্রোয় উঠল, রহস্য তা নিয়েই। কেন ব্যাগেজ স্ক্যানারে তা ধরা পড়ল না? কেন স্টেশনে আরপিএফের দেখা পাওয়া গেল না? কীভাবেই বা সকলের নজর এড়িয়ে একজনকে ছুরি মেরে ওই পড়ুয়া দিনেদুপুরে পালিয়ে গেল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, নন টিকিটিং এরিয়ায় গোটা ঘটনা হয়েছে। ঘটনার জেরে মেট্রো চলাচলে কোনও সমস্যা হয়নি। তবে এভাবে ছুরি দিয়ে কুপিয়ে খুনের ঘটনা মেট্রোচত্বরে কোনওদিন হয়নি বলেই দাবি মেট্রোকর্তাদের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement