Advertisement
Advertisement
Maldah

দিনেদুপুরে রাস্তা থেকে তিন বছরের শিশুকে অপহরণ! ফিল্মি কায়দায় অভিযুক্তকে ধরল পুলিশ

পুলিশকে দেখেই বাইক থেকে নাবালিকাকে রাস্তায় ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা।

police kidnapped accused as minor girl kidnapped from the road
Published by: Kousik Sinha
  • Posted:October 8, 2025 5:30 pm
  • Updated:October 8, 2025 7:58 pm   

বাবুল হক, মালদহ: প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে তিন বছরের শিশুকে অপহরণ। কিন্তু পুলিশের তৎপরতায় ব্যর্থ হয় সেই চেষ্টা। পুলিশকে দেখেই বাইক থেকে শিশু কন্যাকে রাস্তায় ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। যদিও কিছুক্ষণের মধ্যেই একেবারে ফিল্মি কায়দায় এক অপহরণকারীকে ধরে ফেলে পুলিশ। তবে একজনকে ধরা সম্ভব হয়নি। অভিযুক্তের খোঁজে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ। কিন্তু কেন এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। 

Advertisement

বুধবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার কোতল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা দাদু বাড়িতে বেড়াতে এসেছিলেন। এদিন দুপুরে ভাই বোনেদের সঙ্গে আইসক্রিম কিনতে বের হয় সে। কিন্তু হঠাৎ করেই দুই যুবক বাইক নিয়ে এসে দাঁড়ায় এবং একেবারে ফিল্মি কায়দায় ওই নাবালিকাকে নিয়ে চম্পট দেয়। অতর্কিত এই ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযুক্ত দুই যুবকের পিছনে ধাওয়া করেন স্থানীয় মানুষজন। খবর যায় স্থানীয় হরিশ্চন্দ্রপুর থানায়।

হরিশ্চন্দ্রপুর থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে ঘটনার তদন্তে নামে পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। বন্ধ করে দেওয়া হয় গ্রাম থেকে বেরনোর রাস্তাগুলিও। পার্শ্ববর্তী চাঁচল থানার পুলিশকেও খবর দেওয়া হয়। বিহারের বিভিন্ন নাকা চেকপোস্ট পুলিশ ঘিরে ফেলে। আতঙ্কে ওই নাবালিকাকে রাস্তায় ফেলেই চম্পট দেয় অভিযুক্ত দুই যুবক। কিন্তু তাতেও রক্ষা হয়নি। একজন পালিয়ে গেলেও আরেকজনকে ধরে ফেলে পুলিশ। ধৃতের নাম ছোটন নাগ। হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় ধৃতের বাড়ি।

অন্যদিকে মোটরবাইক থেকে ফেলে দেওয়ায় ওই নাবালিকার শরীরের একাধিক জায়গায় চোট লেগেছে। আঘাত লেগেছে মাথাতেও। এরপরেই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই নাবালিকাকে। তবে প্রকাশ্যে ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ