সুবীর দাস, কল্যাণী: সামনে কালীপুজো ও দীপাবলী। সেই আবহে লক্ষাধিক টাকার বেআইনি বাজি উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীর হরিণঘাটায়। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে বড়জাগুলি ও মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক জায়গায় হানা দেয় পুলিশ। সেখান থেকে লক্ষাধিক জায়গায় বেআইনি বাজি উদ্ধার করেছে পুলিশ। বেআইনি বাজি উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম অমিত শীল। বয়স ৪৫ বছর। হরিণঘাটা থানার অন্তর্গত লাউপালা অঞ্চলের বাসিন্দা। পুজোর মরশুমে এত বেআইনি বাজি কোথা থেকে আসছে তা নিয়ে প্রশ্ন উঠছে। কেনই বা ব্যবসায়ীরা সেই বাজি মজুত করছেন তা নিয়েও রয়েছে একাধিক প্রশ্ন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর আগে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলবে।
প্রসঙ্গত, ফানুস ও নিষিদ্ধ বাজির দাপটে লাগাম টানতে দীপাবলির প্রাক্কালে রাজ্যজুড়ে শুরু হয়েছে পুলিশের চিরুনি তল্লাশি। লালবাজারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত মহানগরে ২৫৭২ কিলো নিষিদ্ধ শব্দবাজি ও বেআইনি আতসবাজি পুলিশ উদ্ধার করেছে। ২১টি মামলায় মোট চারজন গ্রেপ্তার। তারও আগে ২০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ৮টি মামলায় তিনজনকে গ্রেপ্তার করে ৪২৫ কিলো বাজি উদ্ধার হয়। এখনও পর্যন্ত ২৯টি মামলায় সাতজনকে গ্রেপ্তার করে ২৯৯৬ কিলো নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বাজি বিক্রেতাদের হাতে সবুজ বাজি নির্মাতাদের তালিকা দেওয়া হয়েছে। তাঁরা যে বাজি তৈরি করবেন, শুধু সেগুলোই ব্যবহার করা যেতে পারে। কোনও দোকানে যাতে লুকিয়ে বা খোলাখুলি ফানুস বিক্রি না হয়, তা নিশ্চিত করতেও পুলিশ তল্লাশি চালচ্ছে। ফানুস সম্পর্কে পুলিশ সতর্কতা ও সচেতনতার প্রচার শুরু করেছে বলে লালবাজারের দাবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.