Advertisement
Advertisement
Howrah

ছেলের আগে প্রেমিকের ড্রাইভারের মেয়েকেও অপহরণ! হাওড়ার সঙ্গীতার বিরুদ্ধে নয়া তথ্য

শনিবার ছেলেকে অপহরণ করে পুলিশের জালে জড়ায় সঙ্গীতা।

Police started investigation in Howrah kidnap case

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 23, 2025 8:04 pm
  • Updated:June 23, 2025 8:04 pm   

অর্ণব দাস ও অরিজিৎ গুপ্ত: নিজের ছেলেকে অপহরণের নাটকের আগে প্রেমিকের ড্রাইভারের নাবালিকা মেয়েকেও অপহরণের নাটকে যুক্ত ছিল সঙ্গীতা সিং! হাওড়া কাণ্ডের তদন্তে নেমে রবিবার আরেক অভিযুক্তকে ডোমজুড় থেকে গ্রেপ্তার করল ঘোলা থানার পুলিশ। সোমবার ধৃতকে বারাকপুর আদালতে পেশ করা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Advertisement

শনিবার দুপুরে দাসনগর থানায় নিখোঁজ ডায়েরি করেন ডোমজুড়ের বাসিন্দা অর্থাৎ শিশুটির মা সঙ্গীতা সিং। কিন্তু অপহরণ কাণ্ডের তদন্তে নেমে শিশুটির মায়ের গতিবিধি নিয়েই সন্দেহ হয় পুলিশের। শিশুটির মাকে প্রথমে দাসনগর থানা ও পরে ডোমজুড় থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তল্লাশি চালিয়ে রবিবার বিকেলেই শিশুটিকে দক্ষিণেশ্বর থানার সামনে থেকে উদ্ধার করে তদন্তকারীরা। কেউ বা কারা দক্ষিণেশ্বর থানার সামনে রেখে শিশুটিকে চলে যায় বলে অনুমান করে পুলিশ। এরপর শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে সেই আসল তত্ত্ব। জানা যায়, প্রেমিকের সঙ্গে যোগসাজোশ করে শিশুটির মা নিজেই অপহরণের নাটক সাজিয়েছিল। এরপর শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁর প্রেমিকের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, সঙ্গীতা সিংয়ের শ্বশুরবাড়ি হুগলির রিষড়ায়। কিন্তু তিনি স্বামীর সঙ্গে থাকেন না। ডোমজুড়ে একটি আবাসনের চারতলায় তাঁর প্রেমিকের সঙ্গে দুই পুত্র সন্তানকে নিয়ে থাকেন সঙ্গীতা। এক জনের বয়স ৮, অপরজনের ১০ বছর। কিন্তু প্রেমিক কৌশিককে নিয়ে কেন এই অপহরণের নাটক? তদন্তে পুলিশ জানতে পেরেছে, কয়েকবছর আগে একটি পকসো মামলায় সাক্ষী হয়েছিল সঙ্গীতা। সেই মামলার জেরে শাস্তি হয়েছিল একজনের। সম্প্রতি জেল থেকে জামিন পায় সেই অভিযুক্ত। এতেই আতঙ্কে ভুগতে থাকে সঙ্গীতা। আর তখনই প্রেমিক কৌশিকের সঙ্গে প্ল্যান করে ছেলেকে অপহরণের মামলায় ওই যুবককে ফাঁসানোর প্ল্যান করে তারা। সেইমতোই অপহরণের গল্প সাজিয়ে দাসনগর থানায় গিয়ে ওই ব্যক্তির নামে এফআইআর করে। কিন্তু শেষরক্ষা হল না।

এরপরই জানা গিয়েছে চাঞ্চল্যকর তথ্য। নিজের ছেলেকে অপহরণের নাটকের আগে ঘোলা থানার বাসিন্দা কৌশিকের ড্রাইভারের বছর দশেকের নাবালিকা মেয়েকেও অপহরণের নাটক করেছিল তারা। এনিয়ে অপহৃতার মা গত মে মাসের ১৯তারিখ অবশ্য এক সেনাকর্মীর বিরুদ্ধে ঘোলা থানায় অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু চলতি মাসের ৪ তারিখ হুগলি জেলার কামারকুণ্ডু রেলওয়ে স্টেশন থেকে নাবালিকাকে উদ্ধারের পরই তদন্তকারীদের হাতে উঠে আসে অপহরণের নাটকের তত্ত্ব। পুলিশ জানতে পারে, সঙ্গীতার ডোমজুড়ের ফ্ল্যাটেই তাকে রাখা হয়েছিল। এক্ষেত্রেও প্রেমিকের সঙ্গে ফন্দি করেই অপহরণের নাটক করে সেনাকর্মীকে ফাঁসাতে চেয়েছিল তাঁরা। কিন্তু কেন পরপর এই অপহরণের নাটক, কেনই বা সেনাকর্মীকে ফাঁসানোর চেষ্টা, এখনও তদন্তকারীদের কাছে তা স্পষ্ট নয়। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ