পরিবারের সঙ্গে কথা বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
সুমিত বিশ্বাস, পুরুলিয়া: কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুর মৃত্যুতে সিবিআই তদন্ত দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। রবিবার বেশি রাতে পুরুলিয়ার ঝালদা পুর শহরের স্টেশন পাড়ায় মৃত কাউন্সিলরের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। পূর্ণিমার ছেলে-মেয়েদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। প্রদেশ সভাপতি বলেন, “হাই কোর্টের নির্দেশে আমাদের কাউন্সিলর তপন কান্দু খুনের তদন্ত করেছে সিবিআই। যা এখন বিচারাধীন। আমরা চাই পূর্ণিমা কান্দুর মৃত্যুর ঘটনাটিও সিবিআই এই ঘটনার সঙ্গে যুক্ত করুক। তবেই নিরপেক্ষ তদন্ত হবে। তার আগে আমরা ময়নাতদন্তের রিপোর্ট অবশ্যই দেখে নেব। ওই রিপোর্টের দিকেই আমরা তাকিয়ে রয়েছি।”
প্রদেশ কংগ্রেস সভাপতি প্রশ্ন তোলেন, বার বার কেন এই পরিবারের ওপর আঘাত নেমে আসছে? এবিষয়ে শাসক দলকে আক্রমণ করেন তিনি। যেভাবে ঝালদা পুর শহর তৃণমূল দখল করেছে তার নিন্দা করেন। দলের নেতা,কর্মী-সহ এলাকার রাজনৈতিক মহলকে তিনি মনে করিয়ে দেন বাঘমুন্ডি এখনও কংগ্রেসের শক্ত ঘাঁটি। কিন্তু সেই শক্ত ঘাঁটিতে আঘাত হানতে চাইছে শাসক দল।
এদিকে সোমবার বিকেল পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট পায়নি পূর্ণিমা কান্দুর পরিবার। তাঁর ভাইপো মিঠুন কান্দু তাঁর কাকিমাকে ধীরে ধীরে বিষ দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন। সেই সঙ্গে এই ঘটনায় আর্থিক লেনদেন রয়েছে বলেও দাবি করেছেন তিনি। সব মিলিয়ে পূর্ণিমা কান্দুর মৃত্যুতে রহস্য ক্রমেই বাড়ছে। এই ঘটনায় পুরুলিয়া জেলা বিজেপি আগেই সিবিআই দাবি করেছিল। এবার প্রদেশ কংগ্রেস সভাপতি একই দাবি করলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.