Advertisement
Advertisement

Breaking News

Rath Yatra

রথযাত্রার আগে প্রস্তুতি দিঘার জগন্নাথ মন্দিরে, ট্রায়াল রান হয়ে গেল তিন রথের

মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তায় তিনটি রথ পরীক্ষামূলকভাবে টানা হল শুক্রবার।

Preparation of Rath Yatra in Digha: All three raths went under trial run
Published by: Sucheta Sengupta
  • Posted:June 20, 2025 8:37 pm
  • Updated:June 20, 2025 8:47 pm  

রঞ্জন মহাপাত্র, দিঘা: আর মাত্র একটা সপ্তাহ। আগামী ২৭ জুন রথযাত্রা উৎসব। তার জন্য ইতিমধ্যে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরে। শুক্রবার মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তায় তিনটি রথকে পরীক্ষামূলকভাবে টানা হয়। সেখানে কোনও সমস্যা রয়েছে কিনা, তা খতিয়ে দেখার জন্য এই প্রস্তুতি বলে জানিয়েছেন দিঘা জগন্নাথ ধামের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাধারমন দাস। গত ১২ তারিখ স্নানযাত্রার পর আপাতত জগন্নাথদেবের মূর্তি দর্শন বন্ধ। তাই ভক্ত সমাগম কিছুটা কম। আর এই সুযোগেই যাবতীয় প্রস্তুতি সেরে নিতে চাইছে মন্দির কর্তৃপক্ষ।

মন্দির থেকে মাসির বাড়ির পথে রথের ট্রায়াল রান। নিজস্ব ছবি।

জগন্নাথ মন্দির ট্রাস্টি বোর্ডের সদস্য তথা কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস জানিয়েছেন, যেহেতু ২৭ তারিখ রথযাত্রা, তাই ২৬ তারিখ থেকে সর্বসাধারণের জন্য জগন্নাথদেবের দর্শন পাওয়া যাবে। এই মুহূর্তে যেহেতু স্নানযাত্রা চলায় জগন্নাথদেব শয়নে রয়েছেন, তাই মন্দির দেখার ভিড় হলেও মূর্তি দর্শন করতে পারছেন না ভক্তরা। তবে ইতিমধ্যে রথযাত্রার প্রস্তুতি জোরকদমে শুরু হয়ে গিয়েছে। শুক্রবার ট্রায়াল রান হয়ে গেল তিনটি রথের। পরীক্ষামূলকভাবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার তিনটি রথ রাস্তায় বার করা হয়। কয়েকটি জায়গায় সমস্যা ধরা পড়ে, তবে তা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। ‌

রাধারমন দাস আরও বলেন, ইতিমধ্যে রথের দিন ৫০ জন বিদেশি পর্যটক আসছেন। তার মধ্যে সাধারণ মানুষও থাকছেন। প্রায় ২ লক্ষ লোকের সমাগম হতে পারে বলে তিনি জানান। তাই এক্ষেত্রে বাড়তি নিরাপত্তা এবং রথযাত্রা যাতে সুষ্ঠুভাবে হতে পারে, তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে ১৪৪টি জায়গায় রথযাত্রা করা হচ্ছে ইসকনের তরফে। এমনই জানিয়েছেন ইসকনের অধিকর্তা জানিয়েছেন। তাঁর কথায়, ”পুরীর মতন পুরো নিয়মকানুন না হলেও যতটা সম্ভব আমরা চেষ্টা করছি সেই রথযাত্রা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement