Advertisement
Advertisement
Sagardighi

মহিলা কর্মাধ্যক্ষের সঙ্গে ‘দুর্ব্যবহার’-সহ একাধিক অভিযোগ, গ্রেপ্তার সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি

একাধিক অভিযোগ থাকায় দলীয় পদ থেকে তাঁকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়।

President of Sagardighi panchayat samitee arrested

অভিযুক্ত মশিউর রহমান।

Published by: Subhankar Patra
  • Posted:September 3, 2025 9:31 pm
  • Updated:September 3, 2025 9:31 pm   

শাহজাদ হোসেন, ফরাক্কা: পঞ্চায়েত সমিতির এক আদিবাসী সম্প্রদায়ের মহিলা কর্মাধ্যক্ষের সঙ্গে ‘দুর্ব্যবহার ‘ এবং ‘কটূ’ কথা বলার অভিযোগ। সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিকদের মারধর, সরকারি পাট্টা দেওয়া জমি দখল করা-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান। বুধবার তাঁকে কলকাতার পার্ক স্ট্রিট এলাকা থেকে গ্রেপ্তার করেছে সাগরদিঘি থানার পুলিশের একটি দল।

Advertisement

এই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন অপারধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মশিউরের বিরুদ্ধে দলীয় মহিলা প্রধানের সঙ্গে দুর্ব্যবহার করার যে অভিযোগ উঠেছিল সেই সক্রান্ত মামলায় তিনি ইতিমধ্যেই জামিন পেয়েছেন। একাধিক অভিযোগ ওঠায় তৃণমূলের তরফ থেকে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি সেই নির্দেশ অমান্য করেছেন। জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি সাংসদ খলিলুর রহমান মশিউরকে নিজের পদ থেকে সরে দাঁড়ানোর লিখিত নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তা মানেননি মশিউর।

তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। মশিউর গ্রেপ্তার হতে পারে বলে এই আশঙ্কায় ফোন বন্ধ রেখেছিলেন। তবে তার এক সঙ্গীর ফোনের লোকেশন ট্রাক করে তাঁর সন্ধান পায় পুলিশ। আজ, বুধবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতেই আনা হচ্ছে সাগরদিঘিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ