Advertisement
Advertisement
Basirhat

সম্পর্ক ভাঙতে পরিবারের সদস্যদের চাপ! অপমানে ‘আত্মহত্যা’র চেষ্টা কিশোরীর

গুরুতর জখম ওই নাবালিকা হাসপাতালে ভর্তি।

Pressure from family to break up relationship! girl attempts kill herself in Basirhat

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:August 3, 2025 6:14 pm
  • Updated:August 3, 2025 6:14 pm  

গোবিন্দ রায়, বসিরহাট: ২২ বছরের যুবকের সঙ্গে ১৪ বছরের নাবালিকা মেয়ের প্রেমের সম্পর্ক মানতে পারেনি কিশোরীর পরিবার! প্রেমের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন পরিবারের সদস্যরা। শেষপর্যন্ত ওই নাবালিকা সকলের সামনে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ এলাকায়। গুরুতর জখম ওই নাবালিকা হাসপাতালে ভর্তি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদ থানার কালীতলার বাসিন্দা বছর ২২-এর যুবক কার্তিক প্রামাণিক। তাঁর সঙ্গে হিঙ্গলগঞ্জ থানার সান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের ওই নাবালিকার প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল বলে খবর। কিন্তু নাবালিকার পরিবারের তরফে এই সম্পর্ক মেনে নেওয়া হয়নি বলে অভিযোগ। একাধিক বার ওই সম্পর্ক থেকে মেয়েকে সরে আসতেও চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হাসনাবাদ থানায় ওই কিশোরীর পরিবার ওই যুবকের বিরুদ্ধে মেয়েকে উত্যক্ত করার অভিযোগ করেছিল। সেই নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছিল বলে খবর। কিন্তু দুজনের যোগাযোগ বন্ধ হয়নি বলে খবর। গতকাল, শনিবার সন্ধ্যায় ওই যুবক কিশোরীর বাড়িতে গিয়েছিলেন বলে খবর। ওই কিশোরীর পরিবারের তরফে যুবকের সঙ্গে বচসাও হয় বলে খবর। পরিবারের লোকজন ও স্থানীয়রা যুবককে সেখান থেকে তাড়িয়ে দেন বলে অভিযোগ। মেয়েকে কার্তিকের সঙ্গে যোগাযোগ না রাখতে বকাঝকা করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় ওই কিশোরী চরম অপমানিত হয় বলে খবর। এরপরই ওই কিশোরী কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন দেয়! ঘটনায় সকলেই হতচকিত হয়ে গিয়েছিলেন। আগুন নিভিয়ে তাঁকে উদ্ধার করে প্রথমে সাণ্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। কিশোরীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement