প্রতীকী ছবি
ধীমান রায়, কাটোয়া: মধ্যরাতে ‘প্রেমিক’কে ডেকে এনে ঘুমন্ত স্বামীকে খুন! তারপর শান্ত মাথায় দেহটি রেখে নিজের ঘরে নিশ্চিন্ত ঘুমোল স্ত্রী! সকালে প্রতিবেশীদের জানিয়েছিল, হৃদরোগে মৃত্যু হয়েছে তার স্বামীর। কিন্তু মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন দেখেই আত্মীয় ও প্রতিবেশীদের আর বুঝতে বাকি থাকেনি। ইতিমধ্যেই মৃতের স্ত্রীকে আটক করেছে পুলিশ। দেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
পূর্ব বর্ধমানের কাটোয়ার আমূল গ্রামের বাসিন্দা মহাদেব দাস। জানা গিয়েছে, মঙ্গলকোট থানার বাজার বনকাপাসী গ্রামের বাসিন্দা রাজু দাসের মেয়ে মিতার সঙ্গে মহাদেবের ৯ বছর আগে দেখাশোনা করে বিয়ে হয়েছিল। স্বাভাবিকছন্দেই চলছিল জীবন। দম্পতির দুই সন্তান। মৃতের মা জানান, রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ পুত্রবধূ মিতা তাঁকে ডাকতে গিয়েছিলেন। মহাদেব অসুস্থ এবং সাড়াশব্দ দিচ্ছে না বলে জানান বধূ। এরপর ডাকাডাকি ও কান্নাকাটির আওয়াজ পেয়ে প্রতিবেশীরা উঠে পড়েন। এদিকে বৃদ্ধা মা গিয়ে দেখেন মহাদেবের নিথর দেহ পড়ে রয়েছে। এরপরই খবর যুবকের দেহে আঘাতের চিহ্ন দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
এরপরই উঠে আসে পরকীয়ার তত্ত্ব। মৃতের ভাই বলেন, “আমার বউদির সঙ্গে একজনের পরকীয়া সম্পর্ক ছিল। এনিয়ে দাদার সঙ্গে অশান্তি হত। পাঁচমাস আগে বউদি একজনের সঙ্গে পালিয়েছিল। কয়েকদিন পর তাঁকে খুজে নিয়ে আসা হয়েছিল। এরপরেও বউদি নিয়মিত ফোনে যোগাযোগ রাখত তাঁর প্রেমিকের সঙ্গে। আমাদের ধারনা বউদি ও তাঁর প্রেমিক পরিকল্পনা করেই এই খুন করেছে।” অভিযোগ পেয়েই মৃতের স্ত্রীকে আটক করেছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.