ছবি: প্রতীকী
সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বুধবার পুরুলিয়া জেলা পরিষদের চূড়ান্ত বাজেট পেশের দিন অনুপস্থিত দলনেতা-সহ একাধিক কর্মাধ্যক্ষ। ফলে বাজেট পেশ করা সম্ভব হল না। বিধানসভা ভোটের আগে জেলা পরিষদের কোন্দল সামনে আসায় অস্বস্তিতে প্রশাসন। যদিও পুরুলিয়া জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় দলীয় কোন্দলের কথা অস্বীকার করে জানিয়েছেন, দলের অন্যান্য নেতা-সদস্য অনুপস্থিত থাকায় বাজেট পেশ না হলেও বিধি মেনে তা পাশ হয়ে যাবে ১৭ তারিখের বৈঠকের পর।
প্রসঙ্গত, বাজেট পেশের মতো গুরুত্বপূর্ণ সাধারণ সভার বৈঠকে জেলা পরিষদের দলনেতা স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হলধর মাহাতো, জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া, শিশু, নারী উন্নয়ন, ত্রাণ জনকল্যাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নিয়তি মাহাতো, মৎস্য প্রাণীসম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মেঘদূত মাহাতো, কৃষি, সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মীরা বাউরি-সহ একাধিক সদস্য গরহাজির ছিলেন। তবে দলনেতা তথা পূর্ত কার্য ও পরিবহণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হলধর মাহাতো বলেন, “দলীয় কাজে আমি ব্যস্ত ছিলাম। তাই সাধারণ সভার বৈঠকে যেতে পারিনি।” পুরুলিয়া জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের এক কর্মাধ্যক্ষ ও একাধিক সদস্য বিভিন্ন কাজে এই বৈঠকে আসতে পারবেন না তা জেলা পরিষদকে আগেই জানান। কিন্তু তাতেও জল্পনা কমছে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.