বিক্রম রায়, কোচবিহার: দলের প্রতি যে ক্ষোভ তৈরি হয়েছে তা আগেই জানিয়েছেন। ক্ষোভের কারণও ফেসবুক পোস্টের মাধ্যমে বারবার উল্লেখ করেছেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী (Mihir Goswami)। এই প্রেক্ষাপটেই বিধায়কের সঙ্গে দেখা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মঙ্গলবার সকালে একটানা প্রায় ৪০ মিনিট কথা হল দু’জনের। মানভঞ্জনের চেষ্টাতেই কী সাক্ষাৎ, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা।
এর আগেও কোচবিহার (Cooch Behar) দক্ষিণের বিধায়কের বাড়িতে এসেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। তবে সেদিন বিধায়কের সঙ্গে দেখা হয়নি তাঁর। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তবে কী মানভঞ্জনের জন্যই মঙ্গলবার মিহির গোস্বামীর বাড়িতে আবারও দেখা করতে আসেন রবীন্দ্রনাথ ঘোষ? যদিও সে বিষয়ে কোন মন্তব্য করতে চাননি মন্ত্রী। পরিবর্তে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান, বিজয়া করতেই মূলত মিহির গোস্বামীর বাড়িতে এসেছিলেন। তবে সাক্ষাৎ হওয়ার পর নানা বিষয়ে কথা হয়েছে দু’জনের। ঠিক কী বিষয়ে কথা হয়েছে তা যদিও খোলসা করে বলেননি রবীন্দ্রনাথ ঘোষ। মিহির গোস্বামীর দলের অভিমান প্রসঙ্গেও সেভাবে কিছু বলেননি মন্ত্রী। তবে তাঁর কথায়, “মিহিরদা পুরনো লোক। ছাত্র আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। তাই তিনি দলে থাকুন সেটাই চাইব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.