সুমন করাতি, হুগলি: বড়দিনের আগেই অন্যমেজাজে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হাজির হলেন ব্যান্ডেল চার্চে। কথা বললেন আমজনতার সঙ্গে। সেখানে দাঁড়িয়েই নিজের সুপ্ত প্রতিভার কথাও জানালেন তিনি।
ক্রিসমাস মানেই অন্য রূপে ধরা দেয় ব্যান্ডেল শহর। চার্চে যান বহু মানুষ। মঙ্গলবার, বড়দিনের আগেরদিন ব্য়ান্ডেল চার্চে হাজির হলেন এলাকার তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ভিতরে গিয়ে ফাদারের সঙ্গে কথা বলেন তিনি। তারকা সাংসদকে একঝলক সামনে থেকে দেখতে স্বাভাবিকভাবেই আমজনতা ভিড় করে। কেউ সেলফি তোলার চেষ্টা করেন। তাঁদের সঙ্গে কথা বলেন রচনা। জানান, ভোটে জেতার পর থেকেই ব্যান্ডেল চার্চে আসার ইচ্ছে ছিল তাঁর। এদিন সেই ইচ্ছেই পূরণ হল। সেখানেই সাংসদ জানালেন, তিনি ভালো কেক বানাতে পারেন। এদিন রচনা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি বাড়িতে খুব ভালো কেক, কুকিজ, চকোলেট বানাতে পারেন। প্রতিবারই বানান। তবে এবার কাজের চাপে তা করতে পারেননি। যদিও বাড়ি ফিরেই কেক বানাবেন বলে জানিয়েছেন তিনি।
এদিন অর্থাৎ বুধবার ব্যান্ডেল চার্চে ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। চার্চের ভিতরে ও বাইরের গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে সিসিটিভি ক্যামেরার সংখ্যা। পাশাপাশি দমকল বাহিনী এবং হুগলির চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছে জরুরি প্রস্তুতি। পুরসভার উদ্যোগে পর্যটকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে চালু করা হয়েছে জরুরি পরিষেবা কেন্দ্রও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.