Advertisement
Advertisement
Rail Block

রাস্তার দাবিতে রেল অবরোধ, হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।

Rail block in Hasnabad to Sealdah route
Published by: Sayani Sen
  • Posted:June 30, 2025 10:09 am
  • Updated:June 30, 2025 10:35 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার দাবিতে সকাল থেকে রেল অবরোধ। হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।

সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ ভাসিলা স্টেশনে রেল অবরোধ শুরু করেন স্থানীয়রা। তাঁদের দাবি, স্টেশনে আসার পথ অত্যন্ত খারাপ। বর্ষায় তার অবস্থা আরও বেহাল হয়। তাই বারবার দুর্ঘটনা ঘটছে। জেলাশাসক, রেল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। সে কারণে বাধ্য হয়ে এদিন সকাল থেকে রেল অবরোধের সিদ্ধান্ত নেন স্থানীয়রা। রেললাইনের উপর বসে পড়েন তাঁরা। তার ফলে পরপর দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন। প্রায় ৯টা পর্যন্ত চলে অবরোধ। ইতিমধ্যে খবর পেয়ে রেল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসার আশ্বাস দেন। তারপর অবরোধ ওঠে।

আপাতত ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে প্রায় ঘণ্টাদেড়েক রেল অবরোধ থাকা হাসনাবাদ-শিয়ালদহ শাখার যাত্রীরা চরম ভোগান্তির শিকার। রেল সূত্রে খবর, যেহেতু টানা অবরোধ চলেছে তাই কোনও ট্রেন সময়মতো চলছে না। প্রতিটি ট্রেনের গতিও কিছুটা কম। এই সমস্যা মিটতে আরও কিছুটা সময় লাগবে বলেই খবর। একে তো রাতভর বৃষ্টি। তার ফলে রাস্তায় বেরিয়ে চূড়ান্ত নাকাল নিত্যযাত্রীরা। আবার ট্রেনের সমস্যা। দু’য়ে মিলে ভোগান্তি যেন আরও বেড়েছে। এদিকে, অবিরাম বৃষ্টিতে পাতালপথেও চরম ভোগান্তি। চাঁদনি ও সেন্ট্রাল স্টেশনের মাঝে লাইনের উপর জল। তার ফলে আংশিক বন্ধ মেট্রো চলাচল। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে চরম ভোগান্তির শিকার মেট্রো যাতায়াতকারীরা। বাধ্য হয়ে ভিন্ন পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন তাঁরা। যত তাড়াতাড়ি সম্ভব জল সরিয়ে ফের মেট্রো চলাচল স্বাভাবিক করার চেষ্টায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে কতক্ষণে পুরোপুরি পরিষেবা শুরু হবে, তা এখনও জানা যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement