Advertisement
Advertisement
Siliguri

চাকরি দেওয়ার টোপে ভিনরাজ্যে নারী পাচার! পুলিশি অভিযানে এনজেপি থেকে উদ্ধার ৫৬ যুবতী

এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Rail police Rescue 56 Women From NJP Station in Siliguri
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 22, 2025 2:52 pm
  • Updated:July 22, 2025 8:51 pm  

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: চাকরি দেওয়ার নাম করে মানব পাচারের ছক বানচাল রেল পুলিশের। ৫৬ জন তরুণীকে উদ্ধার করার পাশাপাশি দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশন থেকে পাটনাগামী ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ওই যুবতীদের উদ্ধার করে জিআরপি ও আরপিএফ। পরে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement

অভিযোগ, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে তার আড়ালেই চলছিল নারী পাচার। নিউ জলপাইগুড়িতে ৫৬জন যুবতীকে উদ্ধার করার পর এই তথ্য সামনে আসে রেল পুলিশের হাতে। দিন দয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা প্রকল্পের আড়ালেই চলছিল এই অপরাধ। শহরের ইস্টার্ন বাইপাস এলাকায় একটি বাণিজ্যিক ভবনে অফিস বানিয়ে সেখান থেকেই চলছিল চক্রের কাজকর্ম। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে উত্তরবঙ্গে কী ফের সক্রিয় নারীপাচার চক্র? যা নিয়ে উত্তর খুঁজতে শুরু করেছে রেল পুলিশ।

সোমবার রাতে এনজেপি স্টেশনে এমন ঘটনায় হতবাক সকলে। প্রাথমিক তদন্তে অভিযুক্তদের পুলিশ জানতে পেরেছে, মোবাইল প্রস্তুতকারক সংস্থায় কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের বেশকয়েকটি এলাকা থেকে ওই ৫৬ জন যুবতীকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে ওই যুবতী ও তাঁদের পরিবারের সদস্যদের জানানো হয়েছিল কাজের জন্য বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হচ্ছে।

সোমবার রাত ন’টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি এবং আরপিএফ ট্রেনে তল্লাশি চালানোর সময় একসঙ্গে এতজন যুবতীকে দেখে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাঁরা কোথায় যাচ্ছে, জানতে চাইলে যুবতীরা জানায় তাঁরা বেঙ্গালুরুতে যাচ্ছে। কিন্তু ওই যুবতীরা এমজেপি-পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসে উঠায় সন্দেহ হয় পুলিশ আধিকারিকদের। এরপরেই তাঁদের ট্রেন থেকে নামানো হয়।

ওই যুবতীরা জানায়, ভাটপাড়া এলাকার বাসিন্দা জিতেন্দ্র পাশওয়ান এবং শিলিগুড়ির বাসিন্দা চন্দ্রিকা তাঁদের নিয়ে যাচ্ছেন। এরপরই আটক করা হয় ওই দু’জনকে। তাঁদের কথাতে অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হয় দু’জনকে। ৫৬ জন যুবতীকে। ট্রেন থেকে নামিয়ে জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। এরপর প্রত্যেকের বাড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে পরিবারে লোকেরা এনজেপি এলে তাঁদের হাতে যুবতীদের তুলে দেওয়া হয়।

এদিন সাংবাদিক সম্মেলন করে রেলপুলিশের ডিএসপি পারিজাত সরকার বলেন, “তরুণীদের ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হচ্ছিল। হোটেল ম্যানেজমেন্টের কোর্স করালেও একটা ইলেকট্রনিক কোম্পানিতে কাজ দেবে বলে নিয়ে যাওয়া হচ্ছিল। আর উদ্ধার হওয়া যুবতীরা কোনও সঠিক তথ্য দিতে পারছিলেন না। তাতেই আমাদের সন্দেহ হয় যে এদের পাচার করা হচ্ছে। এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ৬ দিনের হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করার পর আরও বিস্তারিত জানা যাবে গোটা ঘটনার।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement