Advertisement
Advertisement
coochbehar

কোচবিহারে অবহেলায় পড়ে থাকা মিউজিয়াম নতুন করে সাজাবে রেল! জানেন কী কী সংরক্ষিত সেখানে?

উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচবিহার স্টেশনে স্টপেজ নিয়ে ভাবনা চিন্তা রেলের।

Rail to reconstruct old museum in coochbehar, know which things preserved
Published by: Kousik Sinha
  • Posted:September 14, 2025 3:00 pm
  • Updated:September 14, 2025 3:00 pm   

বিক্রম রায়, কোচবিহার: রেলের ইতিহাসের বিভিন্ন তথ্য সম্বলিত মিউজিয়াম কার্যত অবহেলায় পড়ে রয়েছে। কোচবিহার স্টেশন সংলগ্ন এলাকায় বছর কয়েক আগে তৈরি হওয়া সেই মিউজিয়ামের পরিস্থিতি শনিবার খতিয়ে দেখলেন রেলের আলিপুরদুয়ারের ডিভিশনের ডিআরএম দেবেন্দ্র সিং। এই মিউজিয়ামকে আরও বেশি করে জনপ্রিয় করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

Advertisement

অপরদিকে একটি সংগঠনের পক্ষ থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপেজ কোচবিহার স্টেশনে দেওয়ার ব্যবস্থা করার দাবিতে ডিআরএমের কাছে আবেদন জানানো হয়। সেই আবেদন খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন ডিআরএম।

রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম বলেন, ”রেলের ইতিহাসের বিভিন্ন তথ্য কোচবিহার স্টেশন সংলগ্ন এই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে। অথচ সেটা সেভাবে জনপ্রিয় এখনও হয়ে ওঠেনি। আরও বেশি করে এর উন্নয়ন কিভাবে করা যায় এবং পর্যটকদের সামনে তুলে ধরা যায়, তারজন্য পরিকল্পনা তৈরি করা হবে।”

তাছাড়া উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচবিহার স্টেশনে স্টপেজ নিয়ে যে দাবি এসেছে, সেটাও খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলের ওই আধিকারিক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ