Advertisement
Advertisement
করোনা

করোনা মোকাবিলায় নয়া পদক্ষেপ রেলের, কর্মীদের জন্য খড়গপুরে তৈরি ‘স্যানিটাইজ শাওয়ার’

রেলের উদ্যোগে খুশি কর্মীরা।

Railway authority takes steps for stuff, set sanitize shower at Kharagpur
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 9, 2020 11:43 am
  • Updated:April 9, 2020 12:29 pm  

অংশুপ্রতিম পাল, খড়গপুর: দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে রেলের চালক, সহকারী চালক, গার্ড, কর্মী ও আধিকারিকদের জন্য ক্রু লবিতে তৈরি করা হল ‘স্যানিটাইজ শাওয়ার’। করেনা ভাইরাসের আক্রমণ থেকে কর্মীদের রক্ষা করতেই এই উদ্যোগ রেলের। খুশি কর্মীরাও। 

Advertisement

দেশ জুড়ে জারি লকডাউন৷ ফলে চলছে না যাত্রীবাহি ট্রেন। কিন্তু রেল কর্তৃপক্ষ বন্ধ করেনি পণ্যবাহী ট্রেন চালানো৷ ফলে ঘুম নেই রেলের মালগাড়িগুলির চালক, গার্ড -সহ আধিকারিক ও কর্মীদের৷ করোনা ভাইরাসের লাল চক্ষু উপেক্ষা করে তাঁদের ছুটতে হচ্ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে৷ এই গোটা ব্যবস্থাকে সুষ্ঠভাবে পরিচালনার জন্য দিনরাত এক করে কাজ করে চলেছেন রেলের আধিকারিক থেকে কর্মীদের একাংশ৷ লকডাউনের বাজারে এঁদের কোনও ছুটি নেই৷ এই পরিস্থিতিতে কর্মী-সহ ট্রেন চালক ও গার্ডদের সুরক্ষিত রাখার জন্য ও তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য অভাবনীয় উদ্যোগ নিল দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন৷ রেলের চালক, সহকারি চালক, গার্ড, কর্মী ও আধিকারিকদের জন্য ক্রু লবিতে ‘স্যানিটাইজ শাওয়ার’ তৈরি করল রেল।

SANITISE

[আরও পড়ুন: জমানো টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে দিতে চায়, একাধিক ব্যাংকে ঘুরেও ইচ্ছেপূরণ হল না কিশোরের]

খড়গপুর রেল স্টেশনের বাইরে বোগদা এলাকায় রয়েছে ক্রু লবি৷ এখানে যিনি ঢুকবেন বা বেরোবেন তাঁকে এই শাওয়ারের মধ্যে দিয়ে যেতে হবে৷ কুয়াশা ঝড়ের মত এই শাওয়ার শরীরের বাইরের অংশে থাকা জীবাণু দ্রুত নাশ করে দেবে বলে জানালেন দায়িত্বপ্রাপ্ত কারিগরি আধিকারিক৷ এই জীবাণুনাশক শাওয়ার তৈরির প্রধান কারিগর খড়গপুর ডিভিশনের ইন্সপেক্টর অফ ওয়ার্কস দীপক শর্মা জানালেন, ‘‘প্রতি হাজার লিটার জলে এক পিপিএম সোডিয়াম হাইড্রোক্লোরাইড ব্যবহার করা হচ্ছে মিশ্রণে৷ মাত্র কয়েক সেকেন্ড থেমে এই শাওয়ারের এদিক থেকে অন্যদিকে চলে গেলেই জীবাণুমুক্ত হয়ে যাবে শরীরের বহিরাংশ৷” রেলের এই উদ্যোগে খুশি ও স্বস্তিতে কর্মী থেকে শুরু করে চালক, সহকারী চালক, গার্ড সহ প্রত্যেকে৷ রেলের খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম তথা জনসংযোগ আধিকারিক আদিত্য চোধুরি জানালেন, ‘‘এই শাওয়ার সিস্টেম লকডাউন চলা পর্যন্ত তো থাকবেই৷ চেষ্টা আছে, করোনা থেকে মুক্তি পাওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার।”

দেখুন ভিডিও:

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement