Advertisement
Advertisement
Suvendu Adhikari

সোশাল মিডিয়া ও জনসভায় ‘কুৎসা’, শুভেন্দুকে আইনি নোটিস রাজ্যসভার সাংসদ সামিরুলের

তালড্যাংরা ও সিউরির জনসভায় শুভেন্দু নাম নিয়ে মিথ্যা অভিযোগ এনেছেন বলে দাবি তৃণমূলের রাজ্যসভার সাংসদের।

Rajya Sabha MP Samirul Islam sends legal notice to Suvendu Adhikari
Published by: Subhankar Patra
  • Posted:June 24, 2025 8:28 pm
  • Updated:June 24, 2025 8:28 pm   

গোবিন্দ রায়: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস পাঠালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। শুভেন্দু সামাজিক মাধ্যমে মিথ্যে অভিযোগ ও কুৎসা করেছেন বলে দাবি করেছেন সামিরুল। সোশাল মিডিয়ায় কুৎসা করে বানানো সেই ভিডিও    ভিডিও ডিলিট না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আইনি নোটিস দিয়েছেন এই তৃণমূল নেতা।

Advertisement

সম্প্রতি, বিজেপি নেতা শুভেন্দু নিজের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে দু’টি ভিডিও পোস্ট করেন। সেখানে সাংসদ সামিরুল ইসলামের নামে কুৎসা ছড়ান বলে অভিযোগ। তাছাড়াও তালড্যাংরা ও সিউরির জনসভায় শুভেন্দু নাম নিয়ে মিথ্যা অভিযোগ এনেছেন বলে দাবি তৃণমূলের রাজ্যসভার সাংসদের।

জনসভা ও সামাজিক মাধ্যমে বিরোধী দলনেতা দাবি করেছিলেন, সামিরুল একদিকে দেউচা পাচামি প্রকল্পে আদিবাসীদের বঞ্চিত করে টাকা নিয়ে জমি বিক্রি করেছেন। অন্যদিকে বাউরি সমাজকে ভেঙে কাশ্মীরের আন্দোলনকারীদের একাংশকে মদত দিয়েছেন।

এরপরই ‘কুৎসা’র বিরুদ্ধে পদক্ষেপ করলেন সামিরুল। রাজ্যসভার সাংসদ সামিরুল তাঁর আইনি নোটিস জানিয়ে দিয়েছেন শুভেন্দু এই মিথ্যে অভিযোগ প্রত্যাহার ও নিজের সমাজমাধ্যম অ্যাকাউন্ট থেকে দু’টি ভিডিও ডিলেট না করলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। শুভেন্দু এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ