Advertisement
Advertisement
Rampurhat Student Death

বিকৃতকামেই বিচ্ছেদ, যথেচ্ছ যৌনাচার, বাড়িতে সেক্সটয়! রামপুরহাটের শিক্ষকের কীর্তি ভাবাচ্ছে পুলিশকে

শারীরিক সম্পর্কের জন্য নাকি মৃতাকে চাপ দিত অভিযুক্ত।

Rampurhat Student Death: Sex Toys Seized in Murder Probe

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 18, 2025 3:16 pm
  • Updated:September 18, 2025 5:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই নাকি বিকৃতকাম রামপুরহাটে আদিবাসী ছাত্রী খুনে (Rampurhat Student Death) অভিযুক্ত মনোজকুমার পাল। সেই কারণেই বিচ্ছেদ হয়েছিল স্ত্রীর সঙ্গে। তারপরও লালসার ‘ভূত’ নামেনি মন থেকে। পরিচারিকার সঙ্গেও বিকৃত যৌন সম্পর্ক ছিল বলে অভিযোগ। পরবর্তীতে নজর পড়ে মৃত ছাত্রীর উপর, প্রকাশ্যে এমনই চাঞ্চল্যকর তথ্য।

Advertisement

আদিবাসী ছাত্রী হত্যাকে কেন্দ্র করে বুধবার থেকেই চর্চায় রামপুরহাট । গতকালই অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরই ধৃতের ভাড়া বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তাতেই নাকি মিলেছে সেক্স টয়, যৌন ক্ষমতা বর্ধনকারী ওষুধ। পুলিশ সূত্রে খবর, বরাবরই নাকি বিকৃতকাম এই মনোজ। স্ত্রীর উপর নারকীয় অত্যাচার চালাতো সে। এক পর্যায়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বধূ। বছর ছয়েক আগেই ডিভোর্স হয়ে গিয়েছে মনোজের। অভিযোগ, তারপর নাকি এক পরিচারিকার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি হয় তার।

এরপর নাকি মনোজের নজর পড়েছিল মৃতার উপর। দীর্ঘদিন ধরে নাবালিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছিল সে। শারীরিক সম্পর্কের জন্য নাকি ছাত্রীকে জোরও করত অভিযুক্ত। কিন্তু তাতে সায় দেয়নি মৃতা। তবে তার পরিণতি যে এতটা ভয়ংকর হতে পারে, তা ভাবতে পারেননি কেউ। প্রসঙ্গত, ধৃত মনোজের বয়স ৪৫ বছর। সে পেশায় স্কুল শিক্ষক। পাশাপাশি টিউশনও পড়াতো সে। মৃতা নাবালিকাও তার কাছে পড়তে যেত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement