সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওড়ার বালির একটি পুকুরে দেখা মিলল উত্তর আমেরিকার উড ডাকের (Wood duck)। বর্ণময় হাঁসটির কথা লোকমুখে ছড়িয়ে পড়তেই সেটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা। কেউ কেউ ক্যামেরাবন্দি করেন এই ক্যারোলিন ডাককে।
এই সময় সাধারণত পরিযায়ী পাখিদের দেখা মেলে না। কিন্তু ব্যতিক্রমও তো ঘটে। সেরকমটাই হল। হাওড়ার নিশ্চিন্দার একটি পুকুরে কয়েকদিন আগেই বাহারি রঙের একটি হাঁস লক্ষ্য করেন এলাকারই এক যুবক। বর্ণময় হাঁসটি দেখে কিছুটা হতবাকই হন তিনি।
এরপর ধীরে ধীরে লোকমুখে ছড়িয়ে পড়ে সেটির কথা। উত্তর আমেরিকার সবচেয়ে বেশি বর্ণময় এই উড ডাককে দেখতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। অধিকাংশের মনেই প্রশ্ন জাগে এ পাখি এল কীভাবে? এলেও একা আসার তো কথা নয়, কারণ সাধারণত দল বেঁধেই আসে।
এবিষয়ে কথা বলা হলে এক পাখি প্রেমী বলেন, “আমেরিকা ছাড়া সাধারণত এই হাঁসের দেখা অন্য কোথাও মেলে না। পরিযায়ী হিসেবে যদি কোথাও যায়, সেক্ষেত্রেও দল বেঁধে যায়। তাই একা কোনওভাবেই ক্যারোলিন ডাকটি আসেনি।” তাঁর অনুমান, লুকিয়ে কেউ বাড়িতে পুষছিল পাখিটিকে। কোনওকারণে তাঁরা ছেড়ে দিয়েছে, অথবা পালিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.