Advertisement
Advertisement
Ratha Yatra 2025

রথে বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ! কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

কী জানাল হাওয়া অফিস?

Ratha Yatra 2025 : Met Department predicts rain on Ratha Yatra
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 25, 2025 10:00 am
  • Updated:June 25, 2025 10:00 am  

নিরুফা খাতুন: বর্ষা প্রবেশ করেছে বঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে জেলায় জেলায়। সকলেরই প্রশ্ন, প্রতিবারের মতোই কি এবারও রথে বৃষ্টিতে ভাসবে বাংলা? হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহজুড়ে চলবে বৃষ্টি। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়।

WB Weather Update: When will the monsoon enter South Bengal?

হাওয়া অফিস সূত্রে খবর, আজ বুধবার দিনভর আংশিক মেঘলা থাকবে আকাশ। জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়বে। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির আশঙ্কা। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলোতে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলোতে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দুই এক পশলা ঝড়বৃষ্টির সম্ভাবনা।

শুক্রবার অর্থাৎ রথযাত্রার দিন তিন জেলা কার্যত বৃষ্টিতে ভাসবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমানে। অন্যান্য জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।

India may receive above-normal monsoon rains in 2025

উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়িতে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি অর্থাৎ উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement