প্রতীকী ছবি
দেবব্রত মণ্ডল, বারুইপুর: আমগাছ তার! বউদি আম পাড়ছেন কেন? সেই বিবাদেই মহিলার মুন্ডু ধর থেকে আলাদা করে দেয় দেওর! দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় এলাকায় মহিলাকে খুন ঘটনায় এমটাই অনুমান পুলিশের। মৃতের ছেলেও একই কথা বলেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এক হাতে ঝোলানে মুন্ডু। অন্য হাতে ধারালো অস্ত্র। ভাবলেশহীন ভাবে সামনের দিকে এগিয়ে চলছে এক ব্যক্তি। শনিবার সাতসকালে হাড়হিম করা দৃশ্য থেকে আঁতকে ওঠেন বাসন্তীর ভরতগড়ের বাসিন্দারা। পরে পুলিশের কাছে আত্মসর্মপণ করে ‘খুনি’। পুলিশকে জানায়, বউদি সতী মণ্ডলকে খুন করছেন। তিনি সম্পর্কে দেওর। নাম বিমল মণ্ডল। পুলিশ গ্রেপ্তার করে তাকে। কিন্তু কেন? প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আম পাড়াকে কেন্দ্র করে বচসা সেই থেকেই খুন। মৃত সতীর ছেলে ও পাড়া প্রতিবেশীও সেই কথাই জানাচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬ নম্বর ভরতগড় পঞ্চায়েতের বাসিন্দা গীরেন মন্ডল। তাঁর স্ত্রী সখী মণ্ডল। প্রায় মাস পাঁচেক আগে সখী মণ্ডলের সঙ্গে বচসা করে বিষ খেয়ে আত্মহত্যা করে গীরেন। দম্পতির এক ছেলে ও এক মেয়ে। তাঁরা বিবাহিত। গীরেনের মৃত্যুর পর সম্পত্তি নিয়ে বচসা শুরু হয় দেওর বিমলের সঙ্গে। এমনটাই চলছিল কয়েক মাস যাবৎ। এই আবহে শনিবার সকালে গাছ থেকে আম পাড়তে গিয়েছিলেন সতী। তা নিয়ে দেওরের সঙ্গে বচসা বাঁধে। সেই সময় আচমকা ঘর থেকে ধারালো দা বের করে বউদির গলায় কোপ বসায় দেওর। দেহ থেকে মুন্ডু আলদা হয়ে যায়।
মৃত বধূর ছেলে সৌম্যদীপ মণ্ডল জানিয়েছেন, “দীর্ঘদিন সম্পত্তি নিয়ে কাকা বিমল মণ্ডলের অশান্তি ছিল। তার উদ্দেশ্য ছিল সব সম্পত্তি দখল করার। মা প্রতিবাদ করেছিল। এদিন সকালে মা আম পাড়তে যায়। কাকার সঙ্গে ঝামেলা বাঁধে। পরে নৃশংস ভাবে খুন করে। কাকার যেন ফাঁসির সাজা হয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.