Advertisement
Advertisement
Diamond Harbour

ডায়মন্ড হারবারে জেটিঘাটের কাছে রাস্তায় ফাটল! খবর পেয়েই ব্যবস্থা নিলেন সাংসদ অভিষেক

অভিষেকের উদ্যোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনের আধিকারিকরা।

road near damn of Nurpur jetti ghat breaks at Diamond Harbour
Published by: Kousik Sinha
  • Posted:September 9, 2025 3:39 pm
  • Updated:September 9, 2025 3:40 pm  

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: মঙ্গলবার সকাল! হঠাৎ ছড়াল আতঙ্ক। একটু একটু করে বাড়ছে ফাটল। ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের নুরপুর জেটিঘাটের কাছে বাঁধের রাস্তায় ধরা পড়ে ফাটল। সময়ের সঙ্গে বাড়তে থাকে সেই ফাটল। রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ঘটনার খবর যায় ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাঁর উদ্যোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সেচ দপ্তরের আধিকারিক এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ওই বাঁধ মেরামতের কাজ।

Advertisement

সম্প্রতি হাওড়া ও পূর্ব মেদিনীপুরে যাতায়াতের ক্ষেত্রে ব্যস্ততম নুরপুর ফেরিঘাটের খুব কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে চলে আসে বিদেশী পণ্যবাহী একটি জাহাজ। জাহাজটি জেটিতে ধাক্কা না মারলেও সংলগ্ন হুগলি নদীর বাঁধে এসে ধাক্কা খায়। জোয়ার এলে জাহাজটি সেদিকে চলে আসে। আর তাতেই বাঁধের কিছু অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ওই বাঁধ সংলগ্ন রাস্তায় বড়সড় ফাটল লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনা প্রসঙ্গে ডায়মন্ডহারবার ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন জানান, ”খবর পাওয়া মাত্রই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছন সেচ দপ্তরের আধিকারিক ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা। ওই ফাটল মেরামতির কাজের প্রস্তুতি শুরু হয়ে যায়।”

অন্যদিকে ব্লক প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, ”ইতিমধ্যেই ওই ফাটল মেরামতের জন্য প্রাথমিক পর্বের কাজ শুরু হয়েছে। সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। শীঘ্রই মেরামতের কাজ একেবারে পুরোদমে শুরু হবে।” 

অন্যদিকে ডায়মন্ড হারবারের মহকুমাশাসক অঞ্জন ঘোষ জানান, ”ঘটনার পরেই নুরপুরের ওই জেটিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। পোর্ট ট্রাস্টের জেটি দিয়ে এখন যাত্রী পারাপার করা হচ্ছে। পোর্ট ট্রাস্ট, পরিবহন দপ্তরের সঙ্গে মহকুমা ও ব্লক প্রশাসনের একটি দল ওই এলাকা যৌথভাবে পর্যবেক্ষণ করছে।” মহকুমাশাসকের কথায়, ”ঘটনার পর থেকেই সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। প্রশাসনের তরফে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।” তবে বিপদ এড়াতে ভাঙন কবলিত ওই এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় ফেরিঘাটে যাত্রী পারাপারে কোনও বিঘ্ন ঘটেনি। যাত্রী পরিষেবা স্বাভাবিকই ছিল বলে জানা গিয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement