ছবি: প্রতীকী।
দেবব্রত মণ্ডল, বারুইপুর: তিনদিনের ব্যবধানে ফের বাঘের হামলা। মাছ, কাঁকড়া ধরতে গিয়ে আবারও অঘটন। ৩ সঙ্গীর চোখের সামনে মৎস্যজীবীকে জঙ্গলে নিয়ে গেল বাঘ।
মৃত্যুঞ্জয় সুতার নামে ওই মৎস্যজীবী সুন্দরবনের ঝড়খালি কোষ্টাল থানার ৪ নম্বর আশ্রম পাড়ার বাসিন্দা। শনিবার বিকালে ওই মৎস্যজীবী তিন সঙ্গীর সঙ্গে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অধীনস্থ নেতিধোপানির বসুখালি এলাকায় মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সেই সময় জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে।
মৃত্যুঞ্জয়কে আক্রমণ করার জন্য টার্গেট করতে থাকে। সামান্য দূরেই বাঘ রয়েছে তা ঘুণাক্ষরেও টের পাননি মৎস্যজীবীরা। মাছ ও কাঁকড়া শিকারের সময় সুযোগ বুঝেই বাঘ ঝাঁপিয়ে পড়ে মৃত্যুঞ্জয়ের উপর। ঘাড় মটকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়।
এদিকে, তিন সঙ্গী মৃত্যুঞ্জয়কে উদ্ধারের চেষ্টা করেন। কাঁকড়া ধরার শিক এবং গাছের ডাল হাতে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘক্ষণ চলে বাঘে-মানুষের লড়াই। পরিস্থিতি বেগতিক বুঝে তিন সঙ্গীসাথী রণে ভঙ্গ দেন। বাঘ তার শিকার নিয়ে গভীর জঙ্গলে পালিয়ে যায়। বাঘের কবল থেকে সঙ্গীকে উদ্ধার করতে না পেরে তিন সঙ্গী নৌকা চালিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন।
মৃত্যুঞ্জয়ের পরিবারকে ঘটনার কথা জানানো হয়। উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার বাঘের আক্রমণে মৃত্যু হয় ঝড়খালি কোষ্টাল থানার ২ নম্বর নেহরুপল্লির বাসিন্দা মৎস্যজীবী সুশান্ত পরামাণিক। সেই ঘটনার রেশ কাটছে না কাটতেই ফের বাঘের কবলে আরেক মৎস্যজীবী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.